শিরোনাম
◈ সারাদেশে ৫০০-এর বেশি ব্যক্তির একাধিক জাতীয় পরিচয়পত্র রয়েছে: এনআইডি ডিজি ◈ চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ◈ বহুমূখি সংকটে দেশের শিল্প খাত ◈ সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে ◈ বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণে, ১৮ জনকে জীবিত উদ্ধার (ভিডিও) ◈ এপ্রিলে সার্বিক মূল্যস্ফীতি কমে ৯.১৭ শতাংশ, খাদ্য মূল্যস্ফীতিও কমেছে ◈ দেশে ফিরছেন খালেদা জিয়া, ডিএমপির ১০ নির্দেশনা ◈ নিউজিল্যান্ড এ’ দলকে উড়িয়ে দিলো বাংলাদেশ ◈ বিদ্রোহী ১৮ নারী ফুটবলারের সঙ্গে বাফুফের ৬ মা‌সের চু‌ক্তি ◈ ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের দুরাবস্থা বাংলা‌দেশ দ‌লের, অবস্থান দশম

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৬:৩৭ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান আসিফ নজরুলের

বাসস: বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার রিয়াদে অনুষ্ঠিত সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. আবদুল্লাহ বিন নাসের আবুথনাইনের সঙ্গে দ্বিপক্ষীয় এক বৈঠকে এই আহ্বান জানান তিনি।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি আরবে ২০৩০ সালে ওয়ার্ল্ড এক্সপো, ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপসহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহবান জানান।

এছাড়া তিনি ওয়ার্ক ভিসা প্রদানের পূর্বে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কিনা তা যাচাই করা, সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগ চুক্তি স্বাক্ষর, সৌদি শ্রম আইন, শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষ কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করেন।

ড. আসিফ নজরুল বাংলাদেশে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনের জন্য সৌদি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদিগামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকদের সৌদি আরবে কারিগরি ও ভাষাগত দক্ষতার ওপর বিশেষ প্রশিক্ষণের জন্যও অনুরোধ জানান। যাতে তারা দেশে ফিরে সৌদিগামী কর্মীদের উন্নত প্রশিক্ষণ দিতে পারেন।

সপ্তম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলনে উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ড. আসিফ নজরুল বলেন, উন্নয়নশীল দেশের কল-কারখানায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তারক্ষার জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলেও উৎপাদিত পণ্যের যথাযথ মূল্য না পাওয়ায় শ্রমিকদের জীবনমান উন্নত হচ্ছে না।

তিনি বিশ্বব্যপী অনিবন্ধিত ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত অভিবাসী কর্মীদের স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখার জন্য আইএলওসহ আন্তর্জাতিক সংস্থা ও উন্নত বিশ্বকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান।

ড. আসিফ নজরুল টেকসই কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, শিক্ষা ও শিল্পের মধ্যে সংযোগ স্থাপন এবং প্রবাসী শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি ত্রিশ লাখেরও বেশি বাংলাদেশিকে সৌদি আরবে কাজের সুযোগ করে দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উপদেষ্টা আগামী ৮-৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত ১৫তম যৌথ কমিশন এবং ৫ম যৌথ কারিগরি কমিটির সভার বিষয়ে অবহিত করেন এবং সৌদি মন্ত্রীকে তার সুবিধামত সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।

উপদেষ্টা সৌদির ভাইস মিনিস্টারকে ৭ম বিশ্ব পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা সম্মেলন আয়োজন এবং বাংলাদেশ প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়