শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের কাছ থেকে পাকিস্তানকে ক্রিকেট শিখতে বললেন কামরান আকমল

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান দলের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। সর্বশেষ দুই বিশ্বকাপেই ভরাডুবি হয়েছে পাকিস্তানের। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে দলটি। এরপর থেকেই সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তানের পুরো দলকে।
অবশ্য এবার ভারতকে টেনে পাকিস্তান দলের সমালোচনা করেছেন সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত খেললেও ভারতের বিপক্ষে তিনদিনে টেস্ট হেরেছে বাংলাদেশ। তাই পাকিস্তান দলকে ভারতের কাছ থেকে শিক্ষা নিতে বলছেন তিনি।

দল হিসেবে ভারত খুবই পেশাদারী। এটাই তাদের বিশ্বের এক নম্বর দল দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুই চক্রেই ফাইনাল খেলেছে ভারত। তবে শিরোপা উঁচিয়ে ধরতে পারেনি তারা। তবে তাকেও আধিপত্য কমেনি ভারতের। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। - ক্রিকফ্রেঞ্জি

কামরান মনে করেন পাকিস্তান এতো ভালো দল হলে এই অবস্থায় থাকত না। তাদের ভারতের অবস্থানে থাকা উচিত ছিল। তার ধারণা অহংকারের কারণেই পাকিস্তান দলের এখন এমন অবস্থা হয়েছে। তাই এই অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন তিনি।

কামরান বলেন, পিসিবির উচিত বিসিসিআইয়ের থেকে শেখা, তাদের পেশাদারিত্ব, তাদের দল, নির্বাচক, অধিনায়ক ও কোচের কাছ থেকে শিক্ষা নেওয়া। এই বিষয়গুলোই একটি দলকে এক নম্বর করে তোলে এবং তারা বিশ্বে আধিপত্য বিস্তার করে। আমরা যদি এতই ভালো হতাম, তাহলে পাকিস্তান ক্রিকেট এখানে থাকত না। আপনাদের অহংকারের কারণেই পাকিস্তান ক্রিকেট ভুগছে।
আগামী অক্টোবরেই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ঘরের মাঠে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা রয়েছে আগামী বছর। ফলে পাকিস্তানের ঘুরে দাঁড়ানোর ও শিরোপা খরা ঘুচানোর বড় সুযোগ আছে দলটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়