শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ০৮:০২ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকেশ রাহুল নিজের প্রতিভা বুঝতে পারছেন না, ধারণা রবি শাস্ত্রীর

স্পোর্টস ডেস্ক: সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। লাল বলের ক্রিকেটে ফিরেছেন বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে।

লঙ্কানদের বিপক্ষে দুই ওয়ানডেতে ০ ও ৩১ রানের ইনিংস খেলেছিলেন রাহুল বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে ১৬ ও ২২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ভারতীয় ব্যাটার। এমন পারফরম্যান্সের পর ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী মনে করেন রাহুল এখনও নিজের প্রতিভা সম্পর্কে অজ্ঞ। - ক্রিকফ্রেঞ্জি

নিজের প্রতিভা যখন বুঝতে পারবেন রাহুল তখন ভিন্নরকম ক্রিকেটার হিসেবে নিজেকে প্রকাশ করতে পারবেন বলে মনে করেন রাহুল। শাস্ত্রী বলেছেন, লোকেশ রাহুলকে সবার আগে বুঝতে হবে যে তার মধ্যে ঠিক কতটা প্রতিভা রয়েছে। যেদিন সে সেটা বুঝতে পেরে খেলতে আসবে, সেদিন থেকে তার মানসিকতাও বদল হবে। তখন ওকে অন্যরকম ক্রিকেটার হিসেবে দেখা যাবে।

আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরও কদিন আগেই বলেছিলেন লোকেশ রাহুলের খারাপ পারফরম্যান্সের কারণ হচ্ছে তার টেম্পারমেন্টের অভাব। রাহুলের সাম্প্রতিক সময়ের খেলা দেখে মাঞ্জরেকারের মনে হয়েছে উদেশ্যহীন ক্রিকেট খেলছেন এই ব্যাটার।

মাঞ্জরেকার বলেছিলেন, নিজের মানসিকতায় বদল এনে আমিও যখন কেরিয়ারের দ্বিতীয় ভাগে খেলতাম তখন ভেবে নিয়ে যেতাম যে কোন ধরণের বল আসলে, কিভাবে ঠিক খেলব। রাহুলের ক্ষেত্রে এটা একদমই টেম্পারমেন্টের সমস্যা। কারণ ও ৫০টা টেস্ট ম্যাচ খেলেছে।

তিনি আরও বলেছিলেন, অনেকগুলো দুর্দান্ত সেঞ্চুরিও রয়েছে, কিন্তু গড় মাত্র ৩৪। একটা দুটো শতরান হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু অনেকগুলো যখন সেঞ্চুরি রয়েছে তার মানে এটা একান্তই তার স্নায়ুচাপের ব্যাপার। এটা নিজে বদল করতে পারলেই খেলায় ফিরবে রাহুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়