শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুমি মালিঙ্গা হয়ে গেলে নাকি, সাকিবকে বললেন বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: তুমি মালিঙ্গা হয়েছো নাকি। একের পর এক ইয়োর্কার দিচ্ছো? চেন্নাই টেস্ট চলাকালীন সাকিবের সাথে এভাবেই খুনসুটিতে মাতলেন বিরাট কোহলি। চলতি টেস্টে সময়টা ভালো যায়নি কোহলি কিংবা সাকিবের। তবে দল ভালো অবস্থানে থাকায় বরাবরের মতো চাঙ্গা বিরাট। অন্যদিকে দুই ইনিংসেই বল হাতে ভরাডুবি সাকিবের।

দু’জনেই ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আইপিএল থেকে শুরু করে, আইসিসির ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ। মাঠে প্রায়ই মুখোমুখি হতে হয় বিরাট কোহলি ও সাকিব আল হাসানকে। চেন্নাই টেস্টেও মাঠে আছেন দু’দেশের দুই পোস্টার বয়। সাদা পোশাকে চিপকের সময়টা রাঙাতে ব্যর্থ দুজনেই, তবুও মাঠে খুনসুটিতে ঠিকই মাতলেন সাকিব-কোহলি।

চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের ঘটনা। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিলেন বিরাট কোহলি। ১৫তম ওভারের শেষ দুই বলে কোহলিকে ব্যাক টু ব্যাক ফুলার ডেলিভারি করেন সাকিব। ওভার শেষে নন স্ট্রাইকিং এন্ডে আসেন কোহলি। সাকিব আসেন পিচের কাছাকাছি শর্ট মিডউইকেটে ফিল্ডিং করতে। সাকিব কে কাছে পেয়ে তখন কোহলি বলেন, তুমি আমার মাল্লি, মালিঙ্গা হয়েছো নাকি, ইয়োর্কারের পর ইয়োর্কার দিচ্ছো?

বুঝতে একটু দেরি হলেও, বোঝার পর হাসতে থাকেন সাকিব। ক্যারিয়ার জুড়ে ইয়োর্কার লেংথে বল করায় আলাদা খ্যাতি ছিলো লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। সে কারণেই মজা করে সাকিবকে মালিঙ্গা বলেন কোহলি। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে ভিডিওটি। আর মাঠে কোহলির চাঙ্গা থাকার ব্যাপারেতো সবারই জানা।
চেন্নাই টেস্টে অবশ্য সাকিব ও কোহলির সময়টা ভালো কাটছেই না। দুই ইনিংসে ৬ ও ১৭ রানে আউট হয়েছেন কোহলি। সাকিব প্রথম ইনিংসে পেয়েছেন ৩২ রান। রিভার্স সুইপ করতে গিয়ে সাকিবের আউট হওয়াটাও বেশ সমালোচিত হয়েছে। বল হাতে দুই ইনিংস মিলিয়ে ২১ ওভার বল করেও উইকেট শুন্য সাকিব, রান দিয়েছেন ওভার প্রতি ছয়েরও বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়