শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩১ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ কাউন্টিতে আবারো ৪ উইকেট নিলেন সাকিব, জয়ের স্বপ্ন বুনছে সারে

কাউন্টি ক্রিকেটে নিজের প্রত্যাবর্তনে বোলিংয়ে দুর্দান্ত শুরু করা সাকিব আল হাসান নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। দিনের শুরুতে সারের হয়ে ব্যাটিংয়ে নেমে তাড়াহুড়ো করতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দিয়ে এসেছিলেন বাংলাদেশের অলরাউন্ডার। তবে বাঁহাতি স্পিনে দিনটা একেবারেই নিজের করে নিয়েছেন তিনি।

কুপার অ্যাসোসিয়েট কাউন্টি গ্রাউন্ডে চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচে সমারসেটের ৩১৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ৩২১ রানে থামে সারে। প্রথম ইনিংসে ৪ রানে পিছিয়ে থাকা সমারসেট ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেননি। কেমার রোচ ও ড্যানিয়েল ওরালকে দিয়ে শুরু করলেও উইকেটের আশায় ইনিংসের ষষ্ঠ ওভারেই সাকিবের হাতে বল তুলে দেন ররি বার্নস। - ক্রিকফ্রেঞ্জি

বোলিংয়ে এসে নিজের প্রথম ওভারেই অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। নিজের করা দ্বিতীয় বলেই মাইকেল ভনের ছেলে আর্চি ভনকে নিজের শিকার বানিয়েছেন। সাকিবের ফুলার লেংথের ডেলিভারিতে বোকা বনে গিয়ে বোল্ড হয়েছেন ৩ রান করা আর্চি। টম অ্যাবলকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে সমারসেটের বিপদ আরও বাড়িয়েছেন সাকিব।

জেমস রিউয়ের সাথে বড় জুটি গড়ে তোলার আগেই সমারসেটের অধিনায়ক লুইস গ্রেগরিকে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার। সাকিব বলে ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করে লেগ বিফোর উইকেট হয়েছেন ১৩ রান করা এই ব্যাটার। নিজের পরের ওভারে জেমসকেও আউট করেছেন সাকিব। তৃতীয় দিন শেষে সবমিলিয়ে ২৫ ওভারে ৮৩ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন তিনি।

সাকিবের পাশাপাশি সারের হয়ে উইকেট নিয়েছেন রোচ, জর্ডান ক্লার্ক এবং ওরাল। যেখানে ক্লার্ক দুটি এবং রোচ, ওরাল নিয়েছেন একটি করে উইকেট। তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছে সমারসেটে। যেখানে সারের বিপক্ষে ১৯০ রানের লিড নিয়েছে। তাতে করে সমারসেটের বিপক্ষে জয়ের স্বপ্ন বুনছে সাকিবের সারে।

এর আগে ছয়ে নেমে ২৪ বলে ১২ রানে ফিরে গেছেন বাঁহাতি এই ব্যাটার। জ্যাক লিচের মিডল স্টাম্পের বলে উইকেট থেকে বেরিয়ে এসে সামনে ঠেলে দিতে চেয়েছিলেন তিনি। ব্যাটে-বলে ঠিকঠাক করতে না পারায় লিডিং এজ হয়ে বোলার লিচের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। যদিও দুই বল আগেও ফিরতে পারতেন সাকিব।
লিচের বলে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছিলেন তিনি। ডানদিকে খানিকটা ঝাঁপিয়ে পড়ার চেষ্টাতেও ক্যাচ নিতে পারেননি লিচ। নিজের খেলা ২২তম ডেলিভারিতে জীবন পেলেও শেষ পর্যন্ত সাকিবকে থামতে হয়েছে ২৪ বলে ১২ রানে। এই ইনিংস খেলতে গিয়ে একটি চারও মেরেছেন বাঁহাতি এই ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়