শিরোনাম
◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও) ◈ ভারতের হামলার আশঙ্কায় পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরে ১০০০ মাদ্রাসা বন্ধ ঘোষণা ◈ ৫ মে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ আগামীকাল ◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশন্স লিগে বেলজিয়ামকে ২-০ গোলে হারালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে শ্বাসরুদ্ধকর ম্যাচে দারুণ এক জয় পেয়েছে ফ্রান্স। এটা গ্রুপের হাইভোল্টেজ ম্যাচ। তীব্র প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে বেলজিয়ামকে ঘরে মাঠে ২-০ গোলে হারিয়েছে কোচ দিদিয়ের দেশমের ফ্রান্স। এছাড়া ভিন্ন গ্রুপের মাচে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে, কাজাকস্থানকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে স্লোভেনিয়া। মনটেনিগ্রোর বিপক্ষে জয় পেয়েছে ওয়েলস আর আইসল্যান্ডকে হারিয়েছে তুরস্ক।

লিগ এ’-এর গ্রুপ টুতে হার দিয়ে এবারের নেশন্স লিগ অভিযান শুরু করেছিল ফ্রান্স। দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন আনেন কোচ দিদিয়ের দেশম। ফর্মেশন বদলের পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে ও আতোয়ান গ্রিজম্যানের মতো তারকাদের বেঞ্চে বসিয়ে সাজার রণকৌশল। যদিও শুরুটা ভালো ছিল না। 

কেভিন ডি ব্রুইনার জাদুতে শুরুতে আধিপত্য দেখায় বেলজিয়াম। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় প্রথম ১০ মিনিটে মধ্যে দুটি গোলের সুযোগ নষ্ট করে দলটি। সুযোগ কাজে লাগায় ফ্রান্স। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা।

২৯ মিনিটে আসে সাফল্য। ওসমান ডেম্বেলের শট ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলকিপার। কিন্তু ফিরতি বল জালে জড়িয়ে স্কোরশিটে নাম তোলেন কোলো মুয়ানি। ৫৭ মিনিটে দ্বিতীয় গোল পায় ফ্রান্স। এবার কান্তের অ্যাসিস্টে গোল আদায় করে নেন ওসমান ডেম্বেলে। ৬৭ মিনিটে এমবাপ্পে আর ৭৯ মিনিটে বদলি হিসেবে গ্রিজম্যানকে মাঠে নামান ফ্রান্স কোচ দেশম। স্বল্প সময়ে গোলের সুযোগ তৈরি করলেও স্কোরশিটে নাম তুলতে ব্যর্থ হন এমবাপ্পে। ফলে ২-০ তে জয়ে তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়