শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৪, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়ো ভায়েকানোনের বিরুদ্ধে কষ্টের জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক: সমানতালে লড়েও শেষ রক্ষা হলো না রায়ো ভায়েকানোর। অপরদিকে বার্সেলোনা যার পরনাই লড়ে জয়ের বন্দরে পৌঁছায়। রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো কোচ হান্সি ফ্লিকের দল। শুরুতে কয়েক দফায় বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ায় ভায়োকানো।

এই ধারাবাহিকতায় নবম মিনিটে এগিয়ে যায় তারা। ডি-বক্সে প্রথম স্পর্শে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন লোপেস। ১৯ মিনিটে প্রথম লক্ষ্যে শট নেয় বার্সেলোনা।

ইনিগো মার্তিনেসের শট ঠেকিয়ে দেন ভায়োকানো গোলরক্ষক দানিয়েল। ৩৭ মিনিটে বক্সের বাইরে থেকে লামিন ইয়ামালের শটও ঠেকিয়ে দেন তিনি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে, ফেরান তোরেসের জায়গায় ওলমোকে মাঠে নামান ফ্লিক। এতে দলের আক্রমণে ধার বাড়ে। ৬০ মিনিটে বক্সে রাফিনিয়ার পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে গোল করেন পেদ্রি।

এরপর ম্যাচের ৭১ মিনিটে, ভায়োকানোর জালে বল পাঠান লেভানদোভস্কি, কিন্তু ফাউল হলে ভিএআরে গোল বাতিল করেন রেফারি। ৮২ মিনিটে ইয়ামালের পাস থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে জয় সূচক গোল করেন দানি অলমো। ২০১৮ সালের পর এই প্রথম ভায়োকানোর মাঠে লা লিগার ম্যাচ জিতলো বার্সা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়