শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৪, ১২:১৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে ব্রেন্টফোর্ডকে হারালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক: জিতেই চলেছে লিভারপুল। দলটি ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রেখেছে। অ্যানফিল্ডে দিয়াস ও সালাহর দুর্দান্ত গোলের সুবাদে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে তারা। এর ফলে জয় দিয়েই অভিষেক রাঙ্গালেন ম্যানেজার আর্নে স্লট।

রোববার (২৫ আগস্ট) রাতে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল লিভারপুলের কাছেই। তাই তো ১৩ মিনিটেই দিয়াজের গোলে এগিয়ে যায় দলটি। কাউন্টার অ্যাটাক থেকে কোনাকুনি শটে মৌসুমের প্রথম গোল করেন কলম্বিয়ান ফরোয়ার্ড। বিরতির পরই ব্যবধান দ্বিগুণের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে লিভারপুল। ৪৭ মিনিটে অ্যান্ডি রবার্টসনের হেড আটকে দেন গোলরক্ষক। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে চেষ্টা করতে থাকে ব্রেন্টফোর্ড। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পর আবারও প্রতিপক্ষের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালায় লিভারপুল। ৫৬ মিনিটে ভালো একটা সুযোগ তৈরি করলেও জালের দেখা পাননি নাথান কলিন্স। অবশেষে ম্যাচের ৭০তম মিনিটে প্রতিপক্ষের ছোট এক ভুলের সুযোগে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। দিয়াসের পাস পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের ওপর দিয়ে জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড সালাহ।

উল্লেখ্য, লিগে দুই রাউন্ড শেষে লিভারপুলের পয়েন্ট ৬। সমান দুটি করে ম্যাচ জিতেছে ম্যানচেস্টার সিটি, ব্রাইটন ও আর্সেনালও। আগামী রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে অল রেডস বাহিনী। খেলাটি হবে ওল্ড ট্র্যাফোর্ডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়