শিরোনাম
◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা ◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো..

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০১:২৩ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভুটানের বিরুদ্ধে দুই ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ভুটানের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য  ১৪ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) দল ঘোষণা করে কোচ হাভিয়ের কাবরেরা। তবে এই দলে জায়গা হয়নি গোলকিপার আনিসুর রহমান জিকোর। ফলে গোলবারের দায়িত্ব সামলাবেন মিতুল মার্মা। এছাড়া বাকি দুই গোলকিপার হলেন মোহাম্মদ হোসেন সুজন ও মো. পাপ্পু হোসেন।

ভুটানের থিম্পুতে ম্যাচ দুটি হবে আগামী ৫ ও ৮ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলে কোনো ক্লাব না পাওয়া জামাল ভূঁইয়া রয়েছেন দলে। তিনি বর্তমানে অবস্থান করছেন ডেনমার্কে। তাই বিমানের টিকিট পাঠিয়ে ২৬ আগস্ট ঢাকায় আনা হচ্ছে তাকে। কাবরেরার প্রাথমিক দলে এই প্রথম একসঙ্গে ডাক পেয়েছেন দুই ভাই মোহাম্মদ হোসেন সুজন (মোহামেডান) ও পাপ্পু হোসেন ( ব্রাদার্স)। দু’জনই গোলকিপার। এ ছাড়া প্রথমবার ডাক পেয়েছেন ফর্টিস এফসির দিদারুল আলম।

মেহেদী হাসানের সঙ্গে রক্ষণভাগে খেলবেন রহমত মিয়া, ঈসা ফয়সাল ও সাকিল হোসেন। মাঝমাঠের দায়িত্বে থাকবেন হৃদয়, দিদারুল আলম, সৈয়দ কাজেম, জামাল ভূঁইয়া ও জায়েদ আহমেদ। আক্রমণভাগে খেলবেন আকরাম ফয়সাল আকাশ। তার সঙ্গে থাকবেন শাহরিয়ার ইমন।

১৪ জনের দলে নেই বসুন্ধরা কিংসের কোনো খেলোয়াড়। তাই কিংস ঘরোয়া লিগের জন্য প্রস্তুতি শুরু করেছে। ফিফা প্রীতি ম্যাচ হওয়ার আগে এখনই তারা খেলোয়াড় ছাড়তে বাধ্য নয়। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে ছাড়ার নিয়ম। তবে জানা গেছে, কিংসের খেলোয়াড়েরা সরাসরি ৩০ আগস্ট বাংলাদেশ দলের সঙ্গে বিমানবন্দরে যোগ দেবেন। 

আগামী সোমবার (২৬ আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। ঘোষিত ১৪ জনের দলকে নিয়েই শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। পরে যোগ দেবেন অন্য ফুটবলাররাও। চূড়ান্ত দল আগামী ২৯ আগস্ট ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। 

তিনি বলেন, আপাতত ১৪ জন ফুটবলারকে নিয়েই আমরা প্রস্তুতি শুরু করবো। ভুটানের উদ্দেশ্যে আমরা রওনা দেবো আগামী ৩০ আগস্ট। এর আগে ২৯ আগস্ট পুর্নাঙ্গ স্কোয়াড ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়