শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৪, ০১:০৬ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ পর্যন্ত হেরেই গেলো ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক: সমানতালে লড়াই করেও জয়ের দেখা পেলো না ম্যানচেস্টার ইউনাইটেড। একাধিক গোলের সুযোগ নষ্ট হওয়ায় শেষ পর্যন্ত হারকেই সঙ্গী করতে হলো তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে কোচ এরিক টেন হাগের দল। ঘরের মাঠে ব্রাইটনের হয়ে গোল দুটি করেন ড্যানি উইলব্যাক ও জোয়াও পেদ্রো। ইউনাইটেডের হয়ে একমাত্র গোলটি করেন আমাদ দিয়েলো।

মাঠে বল দখলে আধিপত্য ছিল ম্যান ইউ। তবে স্বাগতিকরাই আগে লিড পায়। ম্যাচের ৩২ মিনিটে কৌরু মিতোমার পাস থেকে বল নিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন ড্যানি উইলব্যাক। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাইটন।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউনাইটেডকে সমতায় ফেরান আমাদ। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে মাজরাউইয়ের পাশ থেকে বল জালে পাঠান আইভেরি কোস্ট ফরোয়ার্ড। ৭০ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পেয়েছিল ইউনাইটেড। আলেহান্দ্রো গার্নাচোর শট ঠেকিয়ে দিলে ফিরতি বল পান জসুয়া জির্কেজি। তবে এবার বল জালে পাঠালেও অফসাইডের ফাঁদে পড়েন এই ফুটবলার। ভিএআর গোল বাতিল করে দেয়। এতে লিড পেতে ব্যর্থ হয় রেড ডেভিলসরা।

ম্যাচের শেষ দিকে নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে জয়সূচক গোলটি পায় ব্রাইটন। সিমন আন্দিগ্রার পাস থেকে গোল করেন জোয়াও পেদ্রো। এতেই জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়