শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৪, ১২:২৬ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে চেলসিকে হারিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক: চেলসি সমানতালে লড়েও একটি গোলেরর সন্ধান পেলো না। অপর দিকে ম্যানচেস্টার সিটি গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেনি। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে হারিয়েছে ম্যানসিটি। গোল দিয়ে শুরু করলেন আর্লিং হাল্যান্ড, সেই সাথে সাবেক ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন মাতেও কোভাচিচ। আর তাতেই ম্যাচটি ২-০ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রোববার (১৮ আগস্ট) নিজেদের ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানায় চেলসি। ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে যায় চেলসি। বাঁ দিক থেকে জেরেমি ডোকু বক্সে পাস দেন, বার্নার্দো সিলভা ছোট্ট টোকায় বল বাড়ান হাল্যান্ডকে। এরপর, বল ধরে ঠা-া মাথায় দুইজনের মধ্যে দিয়ে এগিয়ে কোনাকুনি শটে গোলটি করেন নরওয়ের তারকা স্ট্রাইকার।। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

লিড পেয়ে আক্রমণে চাপ বাড়ায় সিটিজেনরা। ৩৭তম মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতো সফরকারীরা। ডোকুর দূর থেকে নেয়া শটে বল ডিফেন্ডার ভেসলি ফোফানার পায়ে লেগে ক্রসবার ঘেঁষে জালে জড়াতে যাচ্ছিল, অসাধারণ নৈপুণ্যে ঝাঁপিয়ে রুখে দেন চেলসির গোলরক্ষক রবের্ত সানচেস। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গার্দিওলার দল।
দ্বিতীয়ার্ধের ৫১তম মিনিটে সতীর্থের পাস বক্সে ধরে সিলভা আবারও খুঁজে নেন হাল্যান্ডকে। আর প্রথম ছোঁয়ায় তার নেওয়া শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক। ৭৭তম মিনিটে চেলসির একটি আক্রমণ ঠেকানোর চেষ্টায় সিটির মিডফিল্ডার কোভাচিচের প্রসারিত হাতে বল লাগে, ওঠে পেনাল্টির আবেদন। যদিও রেফারির সাড়া মেলেনি, ভিএআরেও বদলায়নি মাঠের সিদ্ধান্ত।

একক নৈপুণ্যে ম্যাচের ৮৪তম মিনিটে দুর্দান্ত এক গোলে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন কোভাচিচ। সাইডলাইন থেকে সতীর্থের পাস ধরে, অনেকটা এগিয়ে প্রায় ২২ গজ দূর থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন ক্রোয়াট মিডফিল্ডার। ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলার শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়