শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৪:০৮ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিক নারী ফুটবল, তারপরও কানাডা আশাবাদী পরবর্তী রাউন্ড নিয়ে

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে নারী ফুটবলে টানা দুই ম্যাচ জয় কানাডার। তারপরও পয়েন্টের ভাণ্ডার শূন্য দলটির। পয়েন্ট টেবিলে অবস্থান বেশ নাজুক। ড্রোনের সহায়তায় অন্য দলের অনুশীলনে গুপ্তচরবৃত্তির দায়ে দলটির ৬ পয়েন্ট কেটে নেওয়ায় এমন অবস্থা। তারপরও কানাডা আশা ছাড়ছে না। তৃতীয় ম্যাচ জিতে তারা পরবর্তী রাউন্ডে যেতে চায়।

প্রথম ম্যাচে কানাডা ২-১ গোলে নিউজিল্যান্ডকে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে রোববার রাতে তারা ফ্রান্সকে একই ব্যবধানে হারায়। শেষ ম্যাচে কলাম্বিয়ার মুখোমুখি হবে তারা। আগামী ৩১ জুলাই এ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বর্তমান চ্যাম্পিয়ন কানাডা এবারের আসরেরও ফেভারিট। মোট ১২টি দল নারী ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা করছে। চারটি করে দল নিয়ে তিনটি গ্রুপ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এছাড়া গ্রুপে তৃতীয় হওয়া সেরা তিন দলের দুটো দল কোয়ার্টার ফাইনালে খেলবে। কানাডা এখন সেরা তৃতীয় দলের একটি হয়ে শেষ আটে যাওয়ার চেষ্টা করছে।

এমন সমীকরণ সামনে রেখে সফল হওয়া কঠিন ব্যাপার। স্বাগতিক ফ্রান্স কানাডার সেই সম্ভাবনা কঠিনই করে তুলেছিল। প্রথমার্ধের শেষ সময়ে কাতোতোর গোলে ফ্রান্স এগিয়ে গিয়েছিল। কিন্তু সেই ব্যবধান তারা ধরে রাখতে পারেনি। দারুণ নাটকীয়তায় তাদেরকে হারিয়ে কানাডা শেষ আটে খেলার সম্ভাবনা জিইয়ে রেখেছে। 

৫৮ মিনিটে হেমিংয়ের গোলে কানাডা সমতা ফিরিয়ে আনে। তবে শেষ আটে জায়গা করে নেওয়ার জন্য সমতা যথেষ্ঠ ছিল না। বরং জয়ের বিকল্প ছিল না। ইনজুরি সময়ের দ্বাদশ মিনিটে সেই কাঙ্খিত গোলটি পেয়ে যায় কানাডা। জিলেস করেন গোলটি। 

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়