শিরোনাম
◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা ◈ শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ চলছে, আইএলওতে বাংলাদেশের অবস্থান ছিল ঝুঁকিতে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন ◈ ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ, সামরিক সংঘাতের আশঙ্কা

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৮:০৪ সকাল
আপডেট : ২৬ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার আবেদন খারিজ

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে ছেলেদের ফুটবল ইভেন্টে শুরুতেই বিতর্ক জড়িয়ে পড়েছে। গত বুধবার মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ দিয়ে শুরু হয়েছিল অলিম্পিকে ফুটবল ইভেন্ট। ম্যাচে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। কিন্তু ম্যাচে ‘নিয়মের বরখেলাপ’ হয়েছে দাবি করে সে ম্যাচের পর ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগ করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু ফিফা সে অভিযোগ নাকোচ করে দিয়েছে। ইরাকের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচের আগে ফিফা এই অভিযোগ বাতিল করে দেয়।

মরক্কোর বিপক্ষে সেই ম্যাচ নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সেঁত এতিয়েনে নির্ধারিত সময়ে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। যোগ করা সময় দেওয়া হয়েছিল ১৫ মিনিট। আর্জেন্টিনা দল সমতাসূচক গোলটি পেয়েছে ১৬তম মিনিটে। এরপরই মরক্কোর সমর্থকেরা মাঠে ঢুকে পড়েন। রেফারি দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে পাঠান।

প্রায় দুই ঘণ্টা পর ম্যাচটি পুনরায় শুরু করা হয় এবং তার আগে ভিএআরের মাধ্যমে অফসাইডের কারণে আর্জেন্টিনার সমতাসূচক গোলটিও বাতিল করা হয়। ম্যাচ পুনরায় শুরুর পর খেলা হয়েছে মাত্র ৩ মিনিট ১৫ সেকেন্ড। আর্জেন্টিনা এ সময়ের মধ্যে গোল না পাওয়ায় ২-১ গোলের হার নিয়ে ফিরতে হয়। ম্যাচ শেষে আর্জেন্টিনার অলিম্পিক দলের কোচ হাভিয়ের মাশচেরানো বলেছিলেন, এই ম্যাচটি তাঁর ‘জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস।’

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অভিযোগ নাকচ করার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ জানিয়েছেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া, ‘মরক্কোর বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন। নিজেদের অধিকার রক্ষায় এএফএ জানতে চাইবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং আপিল করা যায় কি না, সেটাও ভাবা হবে।’

মরক্বোর বিপক্ষে বিতর্কিত ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি লেখেন, ‘ইনসোলিতো’—বাংলায় যার অর্থ ‘অবিশ্বাস্য’। সঙ্গে একটি বিস্ময়ের ইমোজিও ব্যবহার করেছেন মেসি।

মিডফিল্ডার রদ্রিগো দি পল দলকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘যেকোনো সময়ের চেয়ে আরও বেশি তোমাদের পাশে আছি। তোমরা সবাইকে হারাতে পারো।’

মেসি-দি পলদের আরেক সতীর্থ নিকোলাস তালিয়াফিকো এক্সে লেখেন, ‘সার্কাস ছাড়ুন। আমরা কি ম্যাচ স্থগিত করার কারণ সম্পর্কে কথা বলছি নাকি বোকাদের মতো কাজ করছি? যদি এর উল্টোটা হতো (প্রতিপক্ষ গোল করত কিংবা প্রতিপক্ষ খেলোয়াড়দের লক্ষ্য করে বোতল, অগ্নিশিখা ছুড়ে মারা হতো), তাহলে তারা কী বলত, আমি কল্পনাও করতে পারছি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়