শিরোনাম
◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ◈ জনগণ রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ দেখতে চায় ◈ সুবিধা বঞ্চিত বেনাপোল বন্দর শ্রমিকেরা ◈ ভারত হামলা চালালে পাকিস্তানের পাশে দাঁড়াবে এক কোটি হিন্দু: পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৪, ০৮:২৭ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিম্পিকের শুরুতে দক্ষিণ কোরিয়ার বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক: আজ শুক্রবার প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধন হবে। তবে তার আগে বেশ কয়েকটি ডিসিপ্লিনে খেলা শুরু হয়ে গেছে। এরই মাঝে বিশ্বরেকর্ডও হয়েছে আরচ্যারিতে। দক্ষিণ কোরিয়ার লিম সিহ-ইয়ন আরচ্যারির র‌্যাঙ্কিং রাউন্ডে দুই স্বদেশির রেকর্ড একসঙ্গে ভেঙে দিয়েছেন। গড়েছেন একদিনেই রিকার্ভ এককে ৬৯৪ পয়েন্ট পাওয়ার রেকর্ড।

বৃহস্পতিবার অলিম্পিকে শুরু হয়েছে আরচ্যারি ডিসিপ্লিনের খেলা। এর আগে বুধবার থেকে শুরু হয়েছিল ফুটবল ও রাগবি। অলিম্পিকের প্রথম দিনেই ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছে মরক্কো। যদিও তাদের ২-১ গোলে জয়ের ম্যাচটি বিতর্কে ভরা। যা নিয়ে জোর শোরগোল তৈরি হয়েছে।

আরচ্যারিতে প্রথম দিনই একাধিক রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আরচ্যাররা। মেয়েদের রিকার্ভের এককে প্রথম দিনেই ৬৯৪ পয়েন্ট করে বিশ্বরেকর্ড গড়েন লিম। এর আগে সর্বোচ্চ ৬৮০ পয়েন্ট আন শান (২০২০ টোকিও অলিম্পিক্স) ও ৬৯২ পয়েন্ট করেছিল কাং চেইয়োং (২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ)। দুজনেই ছিলেন দক্ষিণ কোরিয়ান, উভয়েরই রেকর্ড ভেঙেছেন স্বদেশি লিম।

এ ছাড়া আরচ্যারির দলগত বিভাগেও দক্ষিণ কোরিয়া একটি রেকর্ড গড়েছে। ২ হাজার ৪৬ পয়েন্ট তুলে নিজেদের অলিম্পিক রেকর্ড গড়েছে তারা। রিকার্ভ মেয়েদের এককে র‌্যাঙ্কিং রাউন্ডে বিশ্বরেকর্ড গড়া লিম সিহ-ইয়ন (৬৯৪) ও পুরুষ এককে র‌্যাঙ্কিং রাউন্ডে সেরা হওয়া কিম উ জিনের (৬৮৬) মিলিত স্কোর ১৩৮০। টোকিও অলিম্পিক্সে আগের রেকর্ডটিও ছিল কোরিয়ান এই জুটির, সেবার তাদের স্কোর ছিল ১৩৬৮।

  • সর্বশেষ
  • জনপ্রিয়