শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আহমেদ ফয়সাল: [২] চলমান নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হেরে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটের জয়ে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। এরপর টুর্নামেন্টের তৃতীয় ও শেষ ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল।

[৩] শুক্রবার প্রথম সেমিফাইনালের ম্যাচে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলা শুরু হবে রণগীরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে। দিনের আরেক সেমিফাইনাল ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে আয়োজক শ্রীলঙ্কা।

[৪] এশিয়া কাপের হিসাব মতে, এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে বি’ গ্রুপের রানার্স আপদের সঙ্গে। তিন ম্যাচের তিনটিতে জয় পেয়ে এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় নারী দল। আর বি’ গ্রুপ থেকে তিন ম্যাচে দুই জয়ে রানার্স আপ হয়েছে টাইগ্রেসরা। অন্যদিকে বি’ গ্রুপের শীর্ষে থাকা শ্রীলঙ্কা ফাইনালে উঠার লড়াই করবে এ’ গ্রুপের রানার্স আপ পাকিস্তানের বিরুদ্ধে। 

[৫] এশিয়া কাপের ৯ আসরের মধ্যে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল। সে বিবেচনায় বাংলাদেশ সেমিতে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে তা নিশ্চিত।

[৬] ডাম্বুলার দুই সেমিফাইনালে বিজয়ী দল পরবর্তীতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে। আগামী ২৮ জুলাই বিকেল সাড়ে ৩টায় একই মাঠে হবে ফাইনাল। সম্পাদনা: সমর চক্রবর্তী

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়