শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিরোপাতে শুরু শিরোপাতেই বিদায় ডি মারিয়ার

ডি মারিয়ার

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকা শিরোপা ঘরে তোলার মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আনহেল ডি মারিয়া। অবস্য এই টুর্নামেন্টের ফাইনালের আগেই অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। টানা তিন শিরোপা জয়ের পর অফিসিয়ালি বিদায় জানালেন ভালোবাসার সাদা-আকাশী জার্সিকে। 

তবে মজার বিষয় হলো ডি মারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৭ সালে। সেইবার ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। আর ওই দলের সদস্য ছিলেন ডি মারিয়া।
 
দীর্ঘ ২৮ বছর শিরোপার খরায় ভুগছিল আর্জেন্টিনা। ২০২১ সালে ডি মারিয়ার হাত ধরেই সেই খরা কাটে আলবিসেলেস্তেদের। ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় মেসিরা। গুরুত্বপূর্ণ ম্যাচটির একমাত্র গোল আসে ডি মারিয়ার পা থেকে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করে অবদান রাখেন ডি মারিয়া।
এবারের আসরেও কম ভূমিকা ছিল না তার। ফাইনালে অবশ্য কোনো অ্যাসিস্ট বা গোল আসেনি তার পা থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধের পর থেকে ক্রমাগত কলম্বিয়ার রক্ষণে তিনি হানা দিয়ে এক প্রান্ত ব্যস্ত রেখেছিলেন।

৩৬ বছর বয়সী এই উইঙ্গার আর্জেন্টিনার চারটি বিশ্বকাপে (২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২) গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো এবং ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। -চ্যানেল২৪

২০১৪ ও ২০১৫ সালে টানা কোপা আমেরিকার ফাইনাল খেলে আর্জেন্টিনা। দুইবারই দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন ডি মারিয়া। কিন্তু দুইবারই খালি হাতে দেশে ফিরতে হয়েছিল মেসিদের। শেষ পর্যন্ত ২০২১ সালে তার হাত ধরেই শিরোপা খরা কাটায় আর্জেন্টাইনরা। যার ফলশ্রুতিতে ইতিহাসের দ্বিতীয় দেশ হিসেবে টানা তিন শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা।

২০০৮ বেইজিং অলিম্পিকের স্বর্ণপদক অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কিংবদন্তি। আর্জেন্টিনার জার্সিতে পিএসজির সাবেই এই তারকা খেলেছিলেন ১৪৪টি আন্তর্জাতিক ম্যাচ। যেখানে ৩১টি গোল করেছেন।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়