শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৪:২৭ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার রেসিং দুনিয়ায় পা রাখলেন সৌরভ গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক: এবারে ক্রিকেট মাঠে নয়। এমনকি ফুটবল মাঠেও নয়। ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে দেখা গেলো ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে দল কিনতে। অর্থাৎ রেসিং দুনিয়াতে পা রাখলেন সৌরভ গাঙ্গুলি। 

আগামী আগস্ট মাস থেকে টানা তিনমাস এই প্রতিযোগিতা চলবে। এই প্রথমবার কলকাতা অংশ নিচ্ছে। আর ওই প্রতিযোগিতায় থাকছে সৌরভ গাঙ্গুলির কলকাতা রয়্যাল টাইগার্স। অনেকেই মনে করেন, রেসিং ফেস্টিভ্যালে সৌরভের লগ্নিতে ভারতের মোটরস স্পোর্টস আরও জনপ্রিয়তা লাভ করবে। দ্য স্টেটসম্যান

সৌরভেরও মত, এটা একটা নতুন চ্যালেঞ্জ, নতুন সফর। এমন একটা অ্যাডভেঞ্চার্সের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। মোটরস স্পোর্টস প্রতি আমার বরাবরই একটা আকর্ষণ ছিল। আর এই সুযোগে সেই আকর্ষণকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছি।

আসলে রেসিং প্রমোশন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অখিলেশ রেড্ডি মনে করেন, এই ধরনের প্রতিযোগিতায় সৌরভ গাঙ্গুলির মতো মানুষ যুক্ত হওয়ায় সবারই আকর্ষণ বাড়বে। যেভাবে তিনি ক্রিকেটকে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করেছেন, ঠিক সেইভাবে রেসিংকেও সমৃদ্ধ করবেন বলে বিশ্বাস। তার দূরদর্শিতাকে অবশ্যই তারিফ করতে হবে। 

এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেবে। কলকাতা বাদে রয়েছে হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, কোচি, আহমেদাবাদ এবং গোয়া। ভারতে মূলত রেসিংয়ে দু’টি প্রতিযোগিতা হয়ে থাকে। একটা ইন্ডিয়ান রেসিং লিগ আর অন্যটি হল ফর্মুলা ফোর ইন্ডিয়ান চ্যাম্পিয়নশিপ। সম্পাদনা: এল আর বাদল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়