শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৩:০৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ

পাতানো খেলায় জড়িত রেফারি ইংল্যান্ডের ম্যাচ পরিচালনার দায়িত্বে

ফেলিক্স জোয়ের

স্পোর্টস ডেস্ক : জার্মান রেফারি ফেলিক্স জোয়ের ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তবে তার অতীতটা বেশি স্বস্তির নয়। পাতানো খেলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

৪৩ বছর বয়সী রেফারি ফেলিক্স জোয়ের ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালে আড়াই বছরের জেল দেয় জার্মান আদালত। পরে তিনি আপিল করলে জার্মান ফুটবল ফেডারেশন ২০০৬ সালে তা ছয় মাসে নামিয়ে নিয়ে আসে। সঙ্গে সেই ম্যাচের সহকারী রেফারি রবার্ট হোয়েজেরও ছিলেন। তবে জোয়ের ছয় মাসের সাজা হলেও হোয়েজকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল।

জোয়েরের সঙ্গে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের একটা ঝামেলা দীর্ঘদিনের। এর আগে বুন্দেসলিগাতে থাকাকালীন এই জোয়েরের সঙ্গে একবার ঝামেলা হওয়ার কারণে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলারকে। ২০২১ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটা সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জানিয়েছিলেন বেলিংহ্যাম। পরে তাকে এই জরিমানা দেওয়া হয়।

ইংলিশ ডিফেন্ডার লুক শকে সংবাদ সম্মেলনে জোয়ের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘না আমরা তেমন চাপ অনুভব করছি না। আমরা উয়েফাকে সম্মান করি। তারা যাকেই রেফারি হিসেবে দিক না কেন, এটাতে তেমন কোনো পরিবর্তন হবে না। আমরা মাঠের খেলাতেই নজর রাখছি। কে বা কাকে রেফারি হিসেবে থাকছে, সেটি নিয়ে আমরা চিন্তিত না। মাঝে মাঝে কিছু কিছু মুহূর্তে আপনি রেফারির উপর চড়াও হতে পারেন যা খেলারই অংশ।

এবারের ইউরোতে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন জোয়ের। সবগুলো ম্যাচ তিনি কোনো রকম ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন।

এফএ/ এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়