শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৮:০৪ সকাল
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল: শান্ত

শামীম হাসান: সময়টা মোটে ভালো যাচ্ছিল না বাংলাদেশের। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার বাংলাদেশের ক্রিকেটকে লজ্জায় ফেলেছিল। নাজমুল হোসেন শান্তরা এই লজ্জাকে দূরে ঠেলে দিতে মোটেও সময় নেয়নি। বিশ্বকাপের শুরুর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচ হেরেছে। ভাগ্যের ছোঁয়া পায়নি বাংলাদেশ। ভাগ্যের একটু ছোঁয়া পেলে টানা দুই ম্যাচ জিতে সুপার এইটের পথে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ ছিল টাইগারদের সামনে। কিন্তু তীব্র প্রতিন্দ্বন্দ্বিতায় ভরপুর ম্যাচে নাটকীয়ভাবে হেরে যায় বাংলাদেশ।

নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চমৎকার বোলিং করে নজির গড়ে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১১৩ রানে আটকে দিয়েছিল। ১১৪ রানের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে বাংলাদেশ ১০৯ রানে আটকে যায়। ফলে টাইগারভক্তদের মাঝে আক্ষেপের শেষ নেই।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ম্যাচের উত্তেজনায় সবাই একটু নার্ভাস ছিল। কিন্তু ক্রিজে জাকের আলী থাকায় আমরা আত্মবিশ্বাসী ছিলাম। শেষ পর্যন্ত আমরা জয় পাইনি তবে যা হয়েছে ঠিক আছে। তানজিদ গত কয়েক ম্যাচ ধরে প্রচণ্ড পরিশ্রম করে চলেছে। নতুন বলে আমাদের উইকেট দরকার ছিল। সে নতুন বলে উইকেট শিকারের কাজটা করছে। 

শান্ত আরো বলেন, এই ম্যাচটা আমদের জেতা উচিত চিল। আমরা জয়ের কাছাকাছি পৌঁছেছিলাম। কিন্তু তারা ম্যাচের শেষ কয়েক ওভার বেশ ভালো বোলিং করেছে। ক্রিকেটে এমনটা ঘটতে পারে।

রিশাদের প্রশংসা করে নাজমুল হোসেন শান্ত বলেন, রিশাদ ভালো করছে। অনুশীলন ও গত দুই ম্যাচে সে ভালো করেছে। আমরা গত ১০-১৫ বছর একজন ভালো লেগ স্পিনারের অভাব বোধ করছিলাম। আশা করছি সে অনেক দূর যাবে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়