শিরোনাম
◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৮:২০ রাত
আপডেট : ১৭ মে, ২০২৪, ০৮:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এএফসির নতুন নিয়মে চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের ফুটবল

স্পোর্টস ডেস্ক: এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এখন থেকে অগ্রসর হবে নতুন নিয়মে। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট, এএফসি চ্যাম্পিয়নস লিগ টু ও শেষের স্তর এএফসি চ্যালেঞ্জ কাপ চলতি বছরই অনুষ্ঠিত হবে। শেষ স্তরে খেলবে অপেক্ষাকৃত দুর্বল র‌্যাঙ্কিংয়ের দলগুলো।

শেষ স্তরে খেলবে বাংলাদেশের পেশাদার লিগের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। মানের দিক থেকে বেশ ভালো দল হলেও দেশের লিগে অংশ নেওয়া অন্যান্য ক্লাবগুলোর দুর্বল কাঠামো, এএফসির লাইসেন্সিংয়ের ক্রাইটেরিয়া পূরণ না করাসহ আরও অনেক দুর্বলতায় ক্লাব র‌্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক ফুটবলে। আরটিভি

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে অনেক বড় ব্যবধানের কারণে মনে হয়েছে, লিগটা অনেক বেশি একপেশে হয়েছে। অন্য বছরের তুলনায় এবার একটু ব্যতিক্রম ছিল।

এমন বাস্তবতায় এশিয়ায় কঠিন পরিস্থিতিতে দেশের ফুটবল। এএফসি নারী ফুটবলে চ্যাম্পিয়ন্স লিগ শুরুর ঘোষণা দিয়েছে। অথচ সেখানে দেওয়া শর্তগুলো পূরণ করতে পারবে না বসুন্ধরা কিংস ছাড়া অন্য কোনো ক্লাব। অথচ দেশের ফুটবলে সবচেয়ে বড় সাফল্যগুলো এসেছে এই নারী ফুটবলারদের হাত ধরেই।

বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানের দাবি, সাম্প্রতিককালে পুরুষ দলের তুলনায় নারী দলের সাফল্য কিছুটা বেশি। যদিও অধিকাংশ সাফল্য বিভিন্ন বয়স্কভিত্তিক দল থেকেই এসেছে। ক্লাব ও ফেডারেশন এমন পরিস্থিতি আমলে না নিলে এশিয়ার ফুটবলে বাংলাদেশের আরও পিছিয়ে পড়া অনিবার্য।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়