শিরোনাম
◈ রাজনীতি নিয়ে কোনো আলাপ করেননি ডোনাল্ড লু: তথ্য প্রতিমন্ত্রী ◈ রাবি ছাত্রলীগের চার নেতা বহিষ্কার ◈ র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে জাস্টিস ডিপার্টমেন্টকে সুপারিশ করা হবে: ডোনাল্ড লু ◈ সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ◈ ঢাকার ২৬টি হোটেল-রেস্তোরাঁয় পুলিশ সদস্যদের জন্য মূল্য ছাড়  ◈ ‘জেনোসাইড জো’: যেভাবে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ বাইডেনের পুনর্নির্বাচনকে হুমকির মুখে ফেলতে পারে ◈ গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি ◈ তাসকিনকে সহ অধিনায়ক করে বিশ্বকাপে বাংলাদেশ দল ঘোষণা ◈ আজ ঘরে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক ◈ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে  রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৪, ০১:৩৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৪, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে শিরোপা ঘরে তুললো ইন্টার

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচ হাতে রেখেই ইতালিয়ান লিগের শিরোপা জয় নিশ্চিত করলো ইন্টার মিলান। ২০২২ সালের পর থেকে ইন্টারকে হারাতেই পারেনি এসি মিলান। রোববার (২৮ এপ্রিল) রাতে ২-১ গোলের জয়ে নিজেদের ইতিহাসের ২০তম শিরোপা ঘরে তুলেছে সিমোনে ইনজাঘির শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ইন্টার মিলান। ম্যাচের ১৮তম মিনিটে ফ্রান্সিসকো এসেরবি কর্নার থেকে পাওয়া বলে হেডে গোল করে ইন্টারকে এগিয়ে দেন। ২৫তম মিনিটে গোল শোধ করতে পারত এসি মিলান। রাফায়েল লেয়া দুর্দান্ত শট নিয়েছিলেন। তবে সেটা ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক ইয়ান সমার।

বিরতির পর ৪৯তম মিনিটে বক্সের বাইরে থেকে দর্শনীয় এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস থুরাম। সান সিরোতে তখন ইন্টার সমর্থকরা মেতে উঠেছেন শিরোপার উৎসবে। এরপর এসি মিলান একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা মেলেনি।

ম্যাচের ৮০ মিনিটে সামু চুকওয়েজের ক্রসে হেড করেন লেয়াও। বল ক্রসবারে লেগে চলে আসে ফুকায়ো তোমোরির সামনে। সেখান থেকে হেডে ব্যবধান কমান এই ইংলিশ ডিফেন্ডার। শেষপর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই শিরোপা উৎসব করে ইন্টার। সূত্র: গোল ডটকম

৩৩ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৮৬। সমান ম্যাচে দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৬৯। পরের পাঁচ ম্যাচ জিতলেও এসি মিলানের পয়েন্ট হবে ৮৪। ইন্টারকে টপকে যাওয়ার আর সম্ভাবনা থাকছে না এসি মিলানের।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়