স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাই পর্ব ম্যাচে লেবাননের বিরুদ্ধে শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ। যুদ্ধ বিধ্বস্ত দেশ লেবানন ম্যাচটি আয়োজন করবে নিরপেক্ষ ভেন্যুতে। আগামী ১১ জুন কাতারের দোহায় আল সাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০ টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭টা) ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভেন্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, লেবানন ও ফিলিস্তিন।
লেবানন ও ফিলিস্তিন দুই দেশই অভ্যন্তরীণ সমস্যার কারণে হোম ম্যাচটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হয়। বাংলাদেশ গত মাসে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে খেলেছে। এবার জুনে লেবাননের ম্যাচ খেলবে কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশে জামাল ভূঁইয়াদের একাধিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।
মার্চে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাংলাদেশ দলকে সৌদি আরবে দুই সপ্তাহের বেশি অনুশীলন করিয়েছিলেন। জুনের আগে বড় সময় অনুশীলন করানোর সুযোগ পাবেন না। কারণ প্রিমিয়ার লিগ চলবে ২৯ মে পর্যন্ত। এর পরই মূলত জাতীয় দলের ক্যাম্প শুরু করতে পারবেন কোচ।
বিশ্বকাপ-এশিয়ান কাপ বাছাইয়ে ইতোমধ্যে চার ম্যাচ খেলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে কেবল হোম ম্যাচে লেবাননের বিরুদ্ধে মাত্র এক পয়েন্ট পেয়েছে। বাকি দুই ম্যাচের একটি হোমে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আরেকটি নিরপেক্ষ ভেন্যুতে লেবাননের বিপক্ষে। বাংলাদেশের বিশ্বকাপ বাছাই যাত্রা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ ৬ জুন কিংস অ্যারেনায় অ্যাওয়ে ম্যাচ খেলতে আসবে। অস্ট্রেলিয়া ২০১৫ সালে বাংলাদেশে আরেকবার এসেছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে।