শিরোনাম
◈ ৬৫০ জন স্টান্টম্যানদের পাশে অক্ষয় কুমার, যে উদ্যোগ নিলেন! ◈ সাকিব ভা‌লো খেল‌লেও জেতা‌তে পা‌রেন‌নি মায়ামিকে ◈ ফিট না থাকলে খেলার কি দরকার? বুমরাহকে নিয়ে দিলীপ ভেঙ্গসরকারের বির‌ক্তি প্রকাশ ◈ গোপালগঞ্জের ঘটনায় এক সেনা সদস্যকে নিয়ে অপপ্রচার: ফ্যাক্টওয়াচ ◈ বিশ্ব অস্ত্রবাজারে দ্রুত উঠে আসছে যেই দেশ, যুক্তরাষ্ট্রকেও সামনে টেক্কা দিবে! ◈ বিদেশি নির্বাচনে মতামত না দিতে কূটনীতিকদের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ◈ গোপালগঞ্জ নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়া দাফন-সৎকার সম্পন্ন ◈ আমের ঝুড়িকে ঘিরে এশিয়াতে যত কূটনীতি, রেষারেষি আর রহস্য ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের ◈ রাজনী‌তি‌তে অশ‌নি সং‌কেত গোপালগঞ্জের ঘটনা, বলছেন বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের নেতারা

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০২:১৭ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান এবং উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেনকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র ও উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

কী কারণে তাঁদের প্রত্যাহার করা হয়েছে জানতে চাইলে তালেবুর রহমান বলেন, ‘প্রশাসনিক কারণে ওসিসহ এক এসআইকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।’

গত ২ মে ডিএমপি কমিশনারের কাছে লিখিত এক অভিযোগে শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আব্দুল ওয়াদুদ দাবি করেন, কলাবাগান থানার ওসি ‘সন্ত্রাসী’ নিয়ে গভীর রাতে তাঁর বাসায় হামলা চালিয়ে চাঁদা দাবি করেন এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন।

লিখিত অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ড. ওয়াদুদ।

তিনি অভিযোগে বলেন, গত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫ থেকে ২০ জনের একটি দল তাঁর বাসায় জোরপূর্বক প্রবেশ করে। পরিস্থিতি দেখে তাঁর ম্যানেজার জরুরি ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে আরও একদল পুলিশ ঘটনাস্থলে আসে। কিছুক্ষণ পর শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। সে সময় ওসি মোক্তারুজ্জামান তাঁদের চলে যেতে বলেন।

ড. ওয়াদুদ আরও বলেন, পুলিশ সদস্য মান্নান তাঁকে আড়ালে নিয়ে এক কোটি টাকা দাবি করে বলেন, এ টাকা দিলে থানায় নেওয়া হবে না। দেন-দরবারের একপর্যায়ে তিনি এসআই বেলাল ও মান্নানের হাতে দুই লাখ টাকা তুলে দেন। পুলিশেরা এ সময় বাকি টাকা পরদিন ব্যাংকিং আওয়ারে দেওয়ার শর্তে তিনজন সিভিল পোশাকধারী ব্যক্তিকে বাসায় পাহারায় রেখে যান, যারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়