মো. রমজান আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় শ্রী পলাশ কর্মকার (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত পলাশ কর্মকার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়নশুকা কামারপাড়ার শ্রী প্রভাতের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২০ সালের ২৪ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড়িয়া পাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। অভিযানে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে গেলেও ৫৪০ গ্রাম হেরোইনসহ পলাশ কর্মকারকে আটক করা হয়। একই দিন র্যাবের এসআই আব্দুল মোমিন বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের এসআই জালাল উদ্দিন ২০২০ সালের ১৩ মে পলাশ কর্মকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।