শিরোনাম

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৫০ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং গাইলেন শন পল ও কেস

স্পোর্টস ডেস্ক: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫০ দিন বাকি। এরই মধ্যে আইসিসি হাজির হয়েছে বিশ্বকাপের থিম সং নিয়ে।

তবে গানটি পুরোপুরি প্রকাশ করা হয়নি। ১০ সেকেন্ডের একটি টিজার ছেড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যা গেয়েছেন দুই ক্যারিবিয়ান গায়ক ‘শন পল’ ও ‘কেস’। গানটি প্রযোজনা করেছেন মাইকেল ‘ত্যানো’ মন্টানো। গানের ভিডিওতে থাকছেন বেশ কিছু পরিচিত সুপারস্টাররাও।

জ্যামাইকায় জন্ম নেওয়া শন পল র‍্যাপার হিসেবে বেশ জনপ্রিয়। অসংখ্য পুরস্কারের পাশাপাশি ২০০৪ সালে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। যা সঙ্গীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত।  

ক্রিকেটের মাধ্যমে বিশ্বব্যাপী ক্যারিবিয়ান সংগীতের পরিচয় করিয়ে দেওয়ার আশার কথা জানিয়ে শন পল বলেন, ‘ক্রিকেট সব সময়ই আমাদের সংস্কৃতির একটি প্রধান অংশ। তাই আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং রেকর্ড করতে পেরে সম্মানিত। আমি কেসের একজন বড় ভক্ত। নাচের সাথে গানটি ক্যারিবিয়ান সংস্কৃতির একটি চমৎকার প্রদর্শনী হবে। ’

গানটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ত্রিনিদাদ ও টোবাগোভিত্তিক কেস দ্য ব্যান্ডের প্রধান গায়ক কেসও। সকা সুপারস্টার বলেন, ‘সবসময় আমাদের লক্ষ্য থাকে বিশ্বকে একত্র করা। তাই ক্রিকেটকে গানের সাথে মেশানোই ছিল আমাদের উদ্দেশ্য। এই সংগীতের স্পন্দন তৈরি করার জন্য শন পল, তানো এবং পুরো দলকে ধন্যবাদ। আশা করছি বিশ্বব্যাপী সবাই এই সংগীতটি গাইবেন এবং ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামে পার্টি করবেন। আমার তর সইছে না।’

আইসিসির বিপণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং বলেন, ‘বিশ্বব্যাপী সুপরিচিত দুই শিল্পী শন পল ও কেসকে পেয়ে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি, এই গান ক্রিকেট উৎসবের সুর বেঁধে দেবে। সমর্থকেরা এমন একটি গান আশা করতে পারেন, যা ক্যারিবিয়ান পরিচয়কে প্রতিফলিত করবে এবং বিশ্বব্যাপী ক্রিকেট–ভক্তদের সর্বজনীন আবেদন বজায় রাখবে।’ রিপোর্ট: অনিক কর্মকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়