শিরোনাম
◈ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পেলেন ডেলসি রদ্রিগেজ ◈ টানা পাঁচ মাস রপ্তানি আয় হ্রাস: দেড় বছরের মধ্যে সর্বোচ্চ পতন ডিসেম্বরে ◈ অ‌্যাস্টন ভিলা বড় জ‌য়ে ম্যান সিটিকে টপকে গে‌লো ◈ চুক্তির পথে বাংলাদেশ–ব্রাজিল, কৃষি ও ওষুধ রফতানিতে নতুন সম্ভাবনা ◈ পাল্টা হামলা চালালো ভেনেজুয়েলা, ক্ষতিগ্রস্ত মার্কিন যুদ্ধবিমান ◈ ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি: আসিফ নজরুল ◈ ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতাকে ছাড়াতে থানা ঘেরাও (ভিডিও) ◈ শাহরুখ খা‌নের কেকেআর থেকে মুস্তাফিজ বাদ পড়তেই উচ্ছ্বসিত ভার‌তের ক্ষমতাসীন দল বিজেপি  ◈ সামরিক অভিযানে আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল ইরান

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩০ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ রানে হায়দরাবাদের কাছে হারল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: মুল্লানপুরে টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় পাঞ্জাব। শুরুতে ব্যাট করা হায়দরাবাদের হয়ে ১৫ বলে ২১ রান করেন ওপেনার ট্রাভিস হেড, অপর ওপেনার ১৬ রান যোগ করেন অভিষেক শর্মা।

৩৭ বলে ৬৪ রান করেন সেরা ইনিংস খেলা রেড্ডি। তার ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট।

২০ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারায় পাঞ্জাব। একশ'র আগে পঞ্চম উইকেট হারায় তারা। ২২ বল করে খেলে যথাক্রমে ২৯ ও ২৮ রান করেন মিডল অর্ডারে আশা দেওয়া স্যাম কারেন ও সিকান্দার রাজা।

শেষে হাল ধরে দলকে জয়ের প্রান্তে তুলে নেন শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। শেষ ওভারে ২৬ রান নিলেও দলকে জেতাতে পারেনরি তারা। শশাঙ্ক ২৫ বলে ৪৬ ও আশুতোষ ১৫ বলে ৩৩ রান করেন। তবু অশ্বদ্বীপ-শশাঙ্করা এক রেড্ডির কাছে পরাজিত হন।

পাঞ্জাব কিংসের বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের খাবি কেটে যায় সানরাইজার্স হায়দরাবাদ। নিতিশ কুমার রেড্ডি ছাড়া ক্রিজে দাঁড়াতে পারেনি কেউ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলে হায়দরাবাদ।

অশ্বদ্বীপ ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। হায়দরাবাদের কেউ অশ্বদ্বীপের মতো আগুন ঝরাতে পারেননি। দলকে ২ রানের জয় এনে দিয়েছেন প্যাট কামিন্স-ভুবনেশ্বর কুমাররা। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়