শিরোনাম
◈ নিয়ম ভেঙ্গে বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে যৌনতার ফাঁদ, ১০৩ কোটি টাকার ব্ল্যাকমেল কাণ্ডে ধরা ‘মিস গলফ’ সীকা (ভিডিও) ◈ যুদ্ধবিরতি সত্ত্বেও সিরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ছে! ◈ মিরপু‌রে আজ সন্ধ‌্যায় সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলাদেশ-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ ১০৪ রানের বড় জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিত‌লো বাংলাদেশের যুবারা ◈ প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির ◈ ফ্রান্স সেনা প্রত্যাহার করায় ৬৫ বছর পর মুক্ত হ‌লো সে‌নেগাল, আর কোনো ঔপনিবেশিক শক্তির আনুগত্য নয় ◈ নির্বাচন নিয়ে বড় চ্যালেঞ্জে ইসি ◈ খেলা দেখ‌তে স্টে‌ডিয়া‌মে খাবার নিয়ে ঢুকতে পারবেন দর্শকরা ◈ র‌মিজ রাজা ও আ‌মির সো‌হেল ধারাভাষ‌্য দে‌বেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩০ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ রানে হায়দরাবাদের কাছে হারল পাঞ্জাব

স্পোর্টস ডেস্ক: মুল্লানপুরে টস জিতে হায়দরাবাদকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় পাঞ্জাব। শুরুতে ব্যাট করা হায়দরাবাদের হয়ে ১৫ বলে ২১ রান করেন ওপেনার ট্রাভিস হেড, অপর ওপেনার ১৬ রান যোগ করেন অভিষেক শর্মা।

৩৭ বলে ৬৪ রান করেন সেরা ইনিংস খেলা রেড্ডি। তার ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও চারটি চারের শট।

২০ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারায় পাঞ্জাব। একশ'র আগে পঞ্চম উইকেট হারায় তারা। ২২ বল করে খেলে যথাক্রমে ২৯ ও ২৮ রান করেন মিডল অর্ডারে আশা দেওয়া স্যাম কারেন ও সিকান্দার রাজা।

শেষে হাল ধরে দলকে জয়ের প্রান্তে তুলে নেন শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা। শেষ ওভারে ২৬ রান নিলেও দলকে জেতাতে পারেনরি তারা। শশাঙ্ক ২৫ বলে ৪৬ ও আশুতোষ ১৫ বলে ৩৩ রান করেন। তবু অশ্বদ্বীপ-শশাঙ্করা এক রেড্ডির কাছে পরাজিত হন।

পাঞ্জাব কিংসের বাঁহাতি পেসার অর্শদীপ সিংয়ের খাবি কেটে যায় সানরাইজার্স হায়দরাবাদ। নিতিশ কুমার রেড্ডি ছাড়া ক্রিজে দাঁড়াতে পারেনি কেউ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলে হায়দরাবাদ।

অশ্বদ্বীপ ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। হায়দরাবাদের কেউ অশ্বদ্বীপের মতো আগুন ঝরাতে পারেননি। দলকে ২ রানের জয় এনে দিয়েছেন প্যাট কামিন্স-ভুবনেশ্বর কুমাররা। সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়