শিরোনাম

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৪, ০২:৫৯ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৪, ০২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে দুর্ঘটনায় ঢাকা প্রিমিয়ার লিগের দুই ম্যাচ বাতিল

স্পোর্টস ডেস্ক: ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে তেলের লরি উল্টে পাঁচ গাড়িতে আগুন লাগার ঘটনার প্রভাব পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগেও। বিশাল যানজটের কারণে খেলোয়াড়রা মাঠে পৌঁছাতে না পারায় বিকেএসপিতে সূচি থাকা দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) ম্যাচ বাতিলের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা প্রিমিয়ার লিগের আয়োজক সিসিডিএমের সদস্যসচিব আলী হোসেন। তিনি জানান, দুর্ঘটনার কারণে দলগুলো যেতে পারেনি  তাই ম্যাচ বাতিল করতে হয়েছে। কালকের ম্যাচ বডিলি শিফট করা হয়েছে। আজকের ম্যাচগুলো কাল (বুধবার) হবে।

এদিন বিকেএসপির দুই মাঠে শেখ জামাল ধানমন্ডি-লিজেন্ডস অব রূপগঞ্জ এবং প্রাইম ব্যাংক-পারটেক্সের ম্যাচ ছিলো। -দ্য ডেইলি স্টার

এএফ/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়