শিরোনাম
◈ দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান ◈ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগুন ◈ ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি ◈ বিমানের সাবেক এমডিসহ ১৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল ◈ বাংলাদেশে বাড়িতে সন্তান প্রসবের উচ্চহারে জাতিসংঘের উদ্বেগ, পদক্ষেপ নেওয়ার তাগিদ ◈ ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ◈ শরিকদলগুলোর সাথে ভবিষ্যৎ কর্মপদ্ধতি নির্ধারণে আলোচনা চলছে: মির্জা ফখরুল ◈ বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৪, ০৭:৩২ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৪, ০১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেস্ট দল থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কিপিং করার সময় একটি বল ধরতে গিয়ে বুড়ো আঙুলে আঘাত পান মুশফিকুর রহিম। যে কারণে টেস্ট সিরিজে বাংলাদেশ দলে  খেলতে পারবেন না তিনি।

সোমবার (১৮ মার্চ) শ্রীলঙ্কার ইনিংসের তাসকিন আহমেদের করা ইনিংসের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তালুবন্দি করতে গেলে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত লাগে মুশফিকের। তখন প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যান। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় আঙুলে চিড় ধরেছে এই উইকেটরক্ষক ব্যাটারের।

মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি গণমাধ্যামকে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, মুশফিকের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। তাকে আমরা পাচ্ছি না। অফিসিয়ালি জানাবো তার পরিবর্তে কাকে নেওয়া যায়।

জানা গেছে, মুশফিকের চোট সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। তাই স্বাভাবিকভাবেই লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না তিনি। -দ্য ডেইলি স্টার

আগের দিন অবশ্য রীতিমতো চোটের মিছিল দেখা যায় বাংলাদেশ দলে। ইনিংসের শেষ দিকে মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও বদলি ফিল্ডার জাকের আলি চোট পেয়ে মাঠ ছাড়েন। সৌম্যর ঘাড়ের চোট পাওয়ায় কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন তানজিদ হাসান। জাকেরকে যেতে হয় হাসপাতালে। এমনকি আম্পায়ার রিচার্ড কেটেলবোরোও অসুস্থ বোধ করলে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেননি।

এএফ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়