শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৪, ১১:৩৪ দুপুর
আপডেট : ০৬ মার্চ, ২০২৪, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ ১১ মার্চ শুরু

নিজস্ব প্রতিবেদক: পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী ৯ মার্চ শুরু হওয়ার কথা ছিলো এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। যদিও শেষ পর্যন্ত তা আর হচ্ছে না। নতুন সূচি অনুযায়ী আগামী ১১ মার্চ শুরু হবে ২০২৪ সালের ঢাকা প্রিমিয়ার লিগ। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। যদিও ঠিক কী কারণে আসরটি পেছানো হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি।

লিস্ট-এ ক্রিকেটের মর্যাদা পাওয়ার পর অন্যান্য দেশের ক্রিকেটারদের কাছেও ডিপিএল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের অনেক ক্রিকেটারকেই প্রতি বছর প্রিমিয়ার লিগে খেলতে দেখা যায়। যদিও আসন্ন এই ডিপিএলে খেলা হচ্ছে না বিদেশি ক্রিকেটারদের।

ইতোপূর্বে বাংলাদেশের এই লিগে খেলে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারই আলোচনায় এসেছেন। এমনকি পাকিস্তান, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ক্রিকেটাররাও এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের শানিত করে নিতে দেখা গেছে। যদিও এবার আর সেই সুযোগ থাকছে না।

একটা সময়ে ডিপিএল খেলা হতো চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে। সেখান থেকে কমিয়ে দু’জন করা হয়। কয়েক বছর আগেই বিদেশি কোটা নামিয়ে আনা হয় মাত্র একজনে। এবার সেটা শূন্যের কোঠায় চলে গেল। এটা অবশ্য বছরের শুরুতেই জানিয়ে দেয় সিসিডিএম।

এদিকে ডিপিএলকে সামনে রেখে গত ২৮-২৯ ফেব্রুয়ারি দল বদল করে নিয়েছে ক্রিকেটাররা। আসন্ন এই আসরটির ভেন্যু নির্ধারণ করা হয়েছে চারটি। ভেন্যুগুলো হচ্ছে বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম। 

এলআরবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়