রিয়াদ হাসান: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রী রাহাত আরা বেগম ও বড় মেয়ে মির্জা শামারুহ। বাবাকে দেখতে গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন শামারুহ।
[৩] রোববার (১০ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। বিষয়টি জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
[৪] পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, কারাগারে মির্জা ফখরুল শারীরিকভাবে ভালো আছেন। সংবাদ পত্রের মাধ্যমে দেশের খবর রাখছেন।
[৫] প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রমনা থানায় দায়ের করা মামলায় পরদিন সকালে মির্জা ফখরুলকে গুলশানের বাসভবন থেকে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে উল্লিখিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সম্পাদনা: তারিক আল বান্না
আর এইচ/টিবি/জেএ