শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৫ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২৩, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়ায়, তার ওপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ: গোলাম মসিহ

মনিরুল ইসলাম: [২] আমরা এখন পর্যবেক্ষণ করছি। রাজনৈতিক পরিস্থিতি কি দাঁড়ায়। তারওপর নির্ভর করে পরবর্তী পদক্ষেপ নিবো। আমাদের অবমূল্যায়ন করার কারণেই জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ মনোনয়ন ফরম তুলেননি। জাতীয় নির্বাচনেও যাননি। তিনি তার অনুসারীদের রেখে নির্বাচনে যাননি। এভাবেই বলেন রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসিহ। 

[৩] শুত্রুবার সন্ধ্যায় আলাপকালে গোলাম মসিহ একথা বলেন।

[৪] তিনি বলেন, জি এম কাদের ও মুজিবুর হক চুন্নুর একগুয়েমির কারণেই রওশন এরশাদ ও সাদ এরশাদসহ রওশন এরশাদ অনুসারী ১০০ জন নেতা নির্বাচনে অংশ নিতে পারেনি। তারা ২ জন কৌশলে একটি নোংরা রাজনৈতিক খেলা খেলেছেন। আমরাও সবকিছু পর্যবেক্ষণে রেখেছি। সময় মত পদক্ষেপ নিবো।

[৫] প্রসঙ্গত, জাপার মনোনয়ন ফরম না নেবার কারণে ৩২ বছর পর রওশন এরশাদকে  ছাড়াই নির্বাচনে যাচ্ছে  জাতীয় পার্টি। প্রয়াত জাপার প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের  তনয় সাদ এরশাদও এবার নির্বাচনে নেই।

[৬] এদিকে, রওশন এরশাদের অনুসারী অনেক নেতাকে জাপার মনোনয়ন দেওয়া হয়নি। এর মধ্যে রয়েছেন, দলের সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জিয়াউল হক মৃধা, গোলাম মসীহ, কাজী মামুনূর রশীদ ও ইকবাল হোসেন রাজু প্রমুখ। শুধু তাই নয়, নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দেওয়ায় রওশন এরশাদের নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৪ (সদর) আসনে জাপার উপজেলা সভাপতি আবু মো. মুছা সরকারকে প্রার্থী ঘোষণা করে মনোনয়ন ফরম জমা পড়েছে।

[৭] অন্যদিকে, জাপার মনোনয়ন না পেয়ে মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে ও জিয়াউল হক মৃধা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মসিউর রহমান রাঙ্গার আসনে জাপার প্রার্থী মকবুল শাহরিয়ার আসিফ। তিনি এরশাদের ভাতিজা ও সাবেক সংসদ সদস্য। সেখানে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম। সম্পাদনা: এল আর বাদল

এমআই/এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়