শিরোনাম
◈ ভোটকেন্দ্রের দায়িত্ব থেকে ডিসি-ইউএনওদের বাদ দিয়ে করা থাকবে? ◈ ‘ভারতীয় সফটওয়্যার’ ইরানে হামলার নেপথ্যে, আতঙ্কে মুসলিম বিশ্ব ◈ সারজিস-হাসনাতকে শতবার কল করলেও রিসিভ করেন না: শহীদ জাহিদের মায়ের অভিযোগ ◈ ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা জারি, ঝড়ের শঙ্কা ◈ ফ্রা‌ন্সের লিও শহ‌রের কসাই থেকে গাজার কসাই: ইতিহাসে বারবার অপরাধীদের বাঁচিয়েছে আমেরিকা ◈ রিজার্ভে বড় সাফল্য: আইএমএফের লক্ষ্য ছাড়িয়ে গেছে বাংলাদেশ, প্রবাসী আয়ে রেকর্ড প্রবৃদ্ধি! ◈ আদানির বকেয়ার সব টাকা পরিশোধ করেছে বাংলাদেশ ◈ মাঠে ছড়িয়ে থাকা লেবু ও  ডিম দে‌খে ম্যাচ খেলতে আসা ‌ক্রিকেটাররা ভয়ে পালালেন ◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ১১:৩০ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ

কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকারও বেশি। যা নিয়ে ক্ষুব্ধ ভারত। কেননা, পাকিস্তানকে ঋণ দেওয়ার বিরোধিতা করেছিল মোদি সরকার।

শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসেছিল আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ড। সেখানে ভারত উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আইএমএফের ঋণ পাওয়ার যে শর্ত থাকে, তা মানতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। তাই তাদের যেন ঋণ না দেওয়া হয়। পরে আইএমএফের ঋণ সংক্রান্ত বোর্ডের বৈঠকেও ভোটদানে বিরত থাকে ভারত। যদিও ভারতের বিরোধিতা উপেক্ষা করেই শেষ পর্যন্ত পাকিস্তানকে অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আইএমএফ।

ভারতের ভোটদান থেকে বিরত থাকার পেছনে কারণ হিসেবে দেশটির গণমাধ্যম জানিয়েছেন, আইএমএফের নিয়ম অনুযায়ী, ভোটাভুটির ক্ষেত্রে বিরোধিতার কোনও সুযোগ নেই। অর্থাৎ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া যায় না। হয় সমর্থন করতে হবে নয়তো ভোটদানে বিরত থাকতে হবে। পাকিস্তানকে ঋণ মঞ্জুর না করার সপক্ষে ভারতের জোরালো যুক্তি থাকলেও ভোটাভুটিতে বিপক্ষে যাওয়ার সুযোগ ছিল না। তাই ভোটদানে বিরত থেকেই প্রতিবাদ করে তারা।

ভারতের তরফে বলা হয়েছে, ‘আইএমএফের কাছ থেকে দীর্ঘ দিন ঋণ নিয়েছে পাকিস্তান। কিন্তু তা ব্যবহারের ক্ষেত্রে খারাপ নজির স্থাপন করেছে তারা। আইএমএফ প্রকল্পের শর্তও মানেনি।’

যদিও ভারতের এসব অভিযোগ ধোপে টেকেনি। ভারতের তীব্র বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিয়েছে আইএমএফ। আর আইএমএফের এমন সিদ্ধান্তে যে ক্ষুব্ধ ভারত; সেটা পরিষ্কার হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর এক্সে দেওয়া পোস্টে।

যেখানে আবদুল্লাহ লিখেছেন, ‘আমি নিশ্চিত নই আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে মনে করে উপমহাদেশে বর্তমান উত্তেজনা কমে যাবে। যখন কিনা আইএমএফ পাকিস্তানকে পুঞ্চ, রাজৌরি, উরি, তাংধর এবং আরও অনেক জায়গা ধ্বংস করার জন্য যে সমস্ত অস্ত্র ব্যবহার করছে তার জন্য অর্থ প্রদান করছে তারা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়