শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৫০ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ১০:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক অধিকার আদায়ের আন্দোলন দমনের চেষ্টা করছে সরকার: নজরুল ইসলাম খান

রিয়াদ হাসান: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও বলেছেন, জনগণকে তার ভোটের অধিকার, রাষ্ট্রীয় মালিকানা ফিরিয়ে দিতে হবে। যাতে করে তারা নির্ধারণ করতে পারে কারা তাদের পক্ষের মানুষ এবং কাকে তারা ভোট দিবে। মানুষের অধিকার আদায়ের জন্য, ন্যায্য দাবি গুলি আদায়ের জন্য আমাদের এই লড়াইকে আরো শানিত করতে হবে।

[৩] শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণ, কর্মচ্যুতদের পুনর্বহাল, গ্রেপ্তারদের মুক্তি, গার্মেন্টস শিল্প ঘোষিত মজুরি প্রস্তাব প্রত্যাহার এবং ন্যূনতম মুজুরি ২৫ হাজার টাকা পুনঃনির্ধারণের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

[৪] নজরুল ইসলাম খান বলেন, বিগত দিনে যেসব শ্রমিক আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তারা কারখানায় আগুন দিয়েছেন। শ্রমিকরা কখনই আগুন দেয় না। যারা আন্দোলন নস্যাৎ করতে চায় তারাই কারখানায় আগুন লাগায়। তারাই শ্রমিকদের নির্যাতন করতে চায়।

[৫] গণতন্ত্রের লড়াইয়ে বিএনপি অবশ্যই বিজয়ী হবে উল্লেখ করে তিনি আরো বলেন, দমন-পীড়ন করে কখনো গণবিরোধী সরকার টিকে থাকতে পারেনি। এই সরকারও পারবে না।

[৬] নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, চারদিক থাকে শোনা যাচ্ছে গার্মেন্টস সেক্টরের ওপর নিষেধাজ্ঞা আসবে ও বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা আসবে। কিন্তু সে কথা তারা (সরকার) ভাবছে না। তারা বলছে সব কিছু আমরা দেখব, পরে কী হয়। আমি আপনাদের (শ্রমিকদের) অনুরোধ করব যে, আপনারা আপনাদের ন্যায্য সংগ্রামের সঙ্গে ভোটাধিকারের যে সংগ্রাম চলছে সে লড়াই অব্যাহত রাখুন। শেষ পর্যন্ত আমরাই জিতব।

[৭] বিএনপির মহাসমাবেশকেও পরিকল্পিতভাবে কালিমালিপ্ত করা হয়েছে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীজোনায়েদ সাকি বলেন, আমরা দেখলাম ২৮ তারিখে বিএনপির সমাবেশে কারা পরিকল্পিতভাবে সহিংসতা তৈরি করল, আর পুরো দোষ চাপিয়ে দিল বিরোধী দলের ওপরে। একইভাবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনেও আমরা দেখেছি, কীভাবে কারখানা ভাঙচুর করছে কতিপয় এজেন্টরা। তারা বিক্ষুব্ধ শ্রমিকদের কাজে লাগাচ্ছে। আর শ্রমিকদের ওপর দোষ চাপিয়ে তাদেরকে গ্রেপ্তারের জন্য প্লাটুন প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। 

[৮] সরকারকে প্রশ্ন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, বীর উত্তম শাহজাহান ওমর আজীবন বিএনপি করেছেন, তিনি আওয়ামী লীগকে মন থেকে ঘৃণা করতেন। বীর উত্তম শাহজাহানকে ব্ল্যাকমেইল করে শেষ পর্যন্ত নৌকায় উঠিয়েছেন। 

[৯] বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক এ এ এম ফয়েজ হোসেন, নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান, জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সভাপতি রফিকুল ইসলাম বাবলু, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়