শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪২ বিকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না: হানিফ 

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা বিএনপির কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। তিনি বলেছেন, হরতাল-অবরোধ করে নির্বাচন প্রতিহত করা যাবে না। এতে বিএনপি জনগণ থেকে আরও দূরে ছিটকে যাবে।

[৩] শুক্রবার (১ ডিসেম্বর) কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

[৪] মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি হরতাল-অবরোধের নামে পেট্রোল দিয়ে বাসে ও ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে চলে গেছে। তারা এখন ভ্রান্ত রাজনীতির মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই ভ্রান্ত রাজনীতি এটা তাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না বরং আস্তে আস্তে তারা জনগণের কাছে আরও ধিকৃত হয়ে যাবে।

[৫] বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করায় নির্বাচন অংশগ্রহণমূলক হবে কি না এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করল সেটা বড় কথা নয়, নির্বাচনে সাধারণ জনগণের অংশগ্রহণটাই হচ্ছে মুখ্য। এবারের নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বতস্ফূর্ততা আছে। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে বিপুলসংখ্যাক ভোটার স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারবেন এবং জনগণ ভোটের মাধ্যমে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটাবেন।

[৬]  এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ দলীয় নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়