শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৪:৩১ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধিকার আদায়ে সবাইকে রাজপথে থাকতে হবে: আমীর খসরু

রিয়াদ হাসান: [২] বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আরো বলেন, কেন গণতন্ত্রের গলা টিপে ধরতে হবে? কেন বাকস্বাধীনতা কেড়ে নিতে হবে? বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। ফরিদপুরবাসী জেগে উঠেছে। ফরিদপুরে ধানের শীষের সমর্থক ছাড়া আর কাউকে তো দেখি না। ফরিদপুরে নৌকার কোনো ভবিষৎ নেই।

[৩] মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে রোডমার্চপূর্ব পথসভায় এসব কথা বলেন তিনি। সভা শেষে বেলা ১২টা ১৮ মিনিটে শরীয়তপুরের উদ্দেশে রোডমার্চ শুরু হয়।

[৪] এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তা উপেক্ষা করেই হাজার হাজার নেতাকর্মী রোডমার্চে অংশ নেন। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবি আদায়ে এই রোডমার্চের আয়োজন করে বিএনপি। 

[৫] আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রোডমার্চ থেকে ফয়সালা আনতে হবে। সুষ্ঠু নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

[৬] তিনি বলেন, যারা অবৈধ, তারা একটি চোর গোষ্ঠী তৈরি করবে, এরা জনগণের টাকা লুট করে পাচার করবে, দুর্নীতি-ডাকাতি করবে। সেটিই তৈরি করেছে বর্তমান সরকার। এদের সরকার বলা যায় না।

[৭] রোডমার্চটি রাজবাড়ী গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে মাদারীপুরের মোস্তফাপুর মোড়ে শেষ হবে বলে জানা গেছে।

[৮] এই রোডমার্চে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। রোডমার্চের নেতৃত্ব দিচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

[৯] সরকার পতনে একদফার আন্দোলনের অংশ হিসেবে বর্তমানে ১৫ দিনের কর্মসূচি করছে বিএনপি। গত ১৯শে সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচি ৫ই অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই হয়ে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চের মধ্য দিয়ে শেষ হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

আরএইচ/এসবি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়