রিয়াদ হাসান: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জীবন-মরণ সংকটে আছেন। কিন্তু সরকার তার চিকিৎসার ব্যবস্থা করছে না। বিগত তত্ত্বাবধায়ক সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কানের সমস্যা কারণে আমেরিকা চিকিৎসার ব্যবস্থা করেছিল। আমরা কিন্তু ভুলে যাইনি।
[৩] শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি। সরকারের পদত্যাগ এবং বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবীতে এ সমাবেশ করে বিএনপি।
[৪] বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে দেশে যদি কেউ নির্যাতিত, বঞ্চিত থাকেন তিনি বেগম খালেদা জিয়া। তাকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে আটকে রেখেছে সরকার। তিনি একজন হ্যামিলনের বাঁশিওয়ালা। তার ডাকে কোটি কোটি মানুষ বেরিয়ে আসত, অথচ এই ফ্যাসিস্ট সরকার তাকে গৃহবন্দী করে রেখেছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরএইচ/এসবি