কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ: [২] ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলছে বিএনপির রোড মার্চ। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রোড মার্চটি সিলেট যাওয়ার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটি সংক্ষিপ্ত সভা করে।
[৩] ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজস্থ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ পথসভার আয়োজন করে হবিগঞ্জ জেলা বিএনপি।
[৪] এর পূর্বে সকাল থেকেই সেখানে জড়ো হতে থাকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী। বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে জড়ো হন তারা। এছাড়াও বিভিন্ন ব্যানার ও স্লোগানের মাধ্যমে খণ্ড-খণ্ড মিছিল সহকারেও অনুষ্ঠানস্থলে যোগ দিতে দেখা গেছে অনেককে।
[৫] পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি তার বক্তব্যে বলেন, দেশের মালিক জনগণ। সেই মালিকানা আমরা ফেরত দিতে চাই। ক্ষমতায় আসার জন্য আমরা আন্দোলন করছি না। জনগণের অধিকার আর মানুষের ভোটাধিকার ফেরাতে আমরা রাজপথে নেমেছি।
[৬] গয়েশ্বর বলেন, সাধারণ মানুষ দ্রব্যমূল্যসহ নানাবিধ কারণে অতিষ্ঠ হয়ে আওয়ামী লীগ সরকারের পতনে বিএনপি’র সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপি জনগণের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছে এবং থাকবে।
[৭] গয়েশ্বর আরো বলেন, শোষণের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত করতে হবে সাংবিধানিক অধিকার। গণতন্ত্রকে পুরুদ্ধার করার জন্য আমরা জনগণকে নিয়ে যুদ্ধে নেমেছি। এতে আমাদেরই জয় হবে।
[৮] হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসিমের সভাপতিত্বে ও কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি শাম্মী আক্তার শিপার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন।
[৯] প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবীব উন-নবী সোহেল খান, বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হোসেন জীবন প্রমুখ। সম্পাদনা: হ্যাপী
প্রতিনিধি/এইচএ