রিয়াদ হাসান: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করেই জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।
শুক্রবার (৯ জুন) দুপুরে জুম্মার নামাজের পর বৃষ্টিতে ভিজে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন তারা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতি, শ্রমজীবী মানুষের ওপর নির্যাতন, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং, অবৈধ সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করছে শ্রমিক দল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরএইচ/এসএইচবি/এনএইচ