শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৫:২১ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৫:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক

রিয়াদ হাসান: ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার এইচ ই জেরেমি ব্রু’র সঙ্গে বৈঠক করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টার গুলশানস্থ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ। 

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে গুলশান ক্লাবে অস্ট্রেলিয়া হাইকমিশনারের আহ্বানে চা-চক্র অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জার্মানি ডেপুটি রাষ্ট্রদূত, সুইডেন দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি, সুইজারল্যান্ড দূতাবাসের কাউন্সিলর, কানাডা দূতাবাসের পলিটিকাল কাউন্সিলর, নেদারল্যান্ডস দূতাবাসের ফাস্ট সেক্রেটারি, ব্রিটিশ হাই কমিশনের কর্মকর্তা। এছাড়া বৈঠকে জাপান ও আমেরিকা দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সূত্র: সমকাল

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, আগামী নির্বাচন পরিস্থিতি নিয়ে সার্বিকভাবে আলোচনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে বিএনপি তাদের অনড় অবস্থান ব্যক্ত করেছে। সূত্র: জাগোনিউজ২৪.কম

উল্লেখ্য, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গত কিছুদিন ধরেই কূটনৈতিক তৎপরতা চলছে। বিশেষ করে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস প্রতিদিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন। বিএনপি নেতারাও একাধিকবার মার্কিন রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়