রিয়াদ হাসান: অনুমতি না পাওয়ায় রাজধানীতে পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এর পরিবর্তে আগামী ১০ জুন বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা দিয়েছে দলটি। ওইদিনের কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনেরও সহযোগিতা চায় তারা।
সোমবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ এ তথ্য জানায়। সূত্র: জাগোনিউজ২৪.কম
এ বিষয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। আমরা সংঘাত-সংঘর্ষ চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আজকের কর্মসূচি স্থগিত করে ১০ জুন বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে দুপুর ২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করছি। সূত্র: ঢাকা টাইমস
পুলিশের অনুমতি পাওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হবে। আমরা আশা করছি, শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়নে সবার সহযোগিতা পাব। পুলিশ প্রশাসন যেন গণতন্ত্রবিরোধী, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে নিজেদের প্রতিবন্ধক হিসেবে দাঁড় না করায় আমরা সেই আহ্বান জানাচ্ছি। সম্পাদনা: তারিক আল বান্না
আরএইচ/টিএবি/এনএইচ