শিরোনাম

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৮:৪৪ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৩, ১১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি ভোটাধিকার আদায়ের জন্য লড়াই করছে: গয়েশ্বর

রিয়াদ হাসান: বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণকে বলব আমাকেই ভোট দিতে হবে এমনটা নয়। আপনার ভোট, দিনের বেলা কেন্দ্রে গিয়ে আমার বিপক্ষে হলেও দেন। তারপরও নিজের ভোট নিজে দেন। এজন্যই আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আপনারা আমার হাতকে শক্তিশালী করুন। নেতাকর্মীদের বলব, দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, ভোটাধিকার আদায়ের আন্দোলনে আপনারা সব ধরনের প্রস্তুতি নিন। সূত্র: ঢাকা টাইমস

রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণকালে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর বলেন, ফ্যাসিবাদী সরকারের অধীনে যারা কর্মরত, তাদের কাছে ভালো কিছু আশা না করা ভালো। তবে এটাও একটা সুখবর, তাদের আর বেশি দিন নাই। শেষ সময়ে হোক, অল্প সময়ের জন্য হোক, তাদের আসল চরিত্র বেরিয়ে আসছে। এর মাধ্যমে তাদের চিনতে সহজ হচ্ছে।

তিনি বলেন, সরকারের সুবিধাভোগী ছাড়া, আসুন আমরা ছোট বড় সব শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমাদের কথা আর জনগণের কথার মধ্যে একটি মিল রয়েছে। আমরা যেটা করি, এটাই জনগণ চায়।

গয়েশ্বর আরো বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তাতেই শেষ নয়, তিনি পাকিস্তানিদের বিতাড়িত করে বাংলাদেশের পতাকা আমাদের ফিরিয়ে দিয়েছিলেন। একটি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস, তার সবই করেছিলেন জিয়াউর রহমান। সূত্র: জাগোনিউজ

খালেদা জিয়ার প্রসঙ্গে বিএনপি নেতা গয়েশ্বর বলেন, যিনি বিজয়ের আকাক্সক্ষাবোধ ও বিজয়ের তাগিদ উপভোগ করেন, তিনি খালেদা জিয়ার মতো আপসহীন হন। আর খালেদা জিয়াকে যদি আপসহীন নেত্রী মানি, তাহলে আমাদেরও তার মতো আপসহীন হতে হবে। সম্পাদনা: মাজহারুল ইসলাম

আরএইচ/এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়