শিরোনাম
◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ০৪ জুন, ২০২৩, ০৮:৩৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৩, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারের পদত্যাগ দাবিতে গণতন্ত্র মঞ্চের রোডমার্চ শুরু, বাধা না দেওয়ার আহ্বান

রিয়াদ হাসান: ঢাকার বাইরে প্রথম কোনো কর্মসূচিতে দিনাজপুর অভিমুখে রোডমার্চ শুরু করেছে বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও সংবিধান সংস্কারসহ ১৪ দফা দাবিতে এই রোডমার্চ শুরু করেছে সংগঠনটি।

রোববার সকাল ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে রোডমার্চের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংক্ষিপ্ত সমাবেশের পর প্রেস ক্লাব থেকে মৎস্যভবন পর্যন্ত পদযাত্রা করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। এরপর গাজীপুরের সংক্ষিপ্ত সমাবেশের উদ্দেশ্যে তারা গাড়িতে করে রওনা দেন। সূত্র: সমকাল

সমাবেশে সভাপতির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, আজ আমরা পদযাত্রা করছি। আপনারা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকার) আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে আসবেন না।

তিনি বলেন, এক দিকে বলছেন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করছেন আরেক দিকে শান্তি সমাবেশের নামে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের চেষ্টা করছেন। এই দ্বিচারিতা জনগণ আর মানবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের প্রতি আমরা আহ্বান জানাই, অবিলম্বে এসব হামলা-বাধা, নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা থেকে বিরত থাকুন। সূত্র: বাংলা ট্রিবিউন

সাকি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এই নতুন ভিসানীতি ২০১৪ ও ২০১৮ সালের ন্যক্কারজনক সবচেয়ে কলঙ্কজনক যে নির্বাচন, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে নিয়েছে। এটা খোদ প্রধানমন্ত্রী স্বীকার করে নিলেন। এই ভিসানীতি বাংলাদেশের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এই সরকার সারা বিশ্বের কাছে আমাদের মাথা হেট করেছে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন করে। ২০২৩ সালেও নাকি তারা এই ধরনের নির্বাচন করতে যাচ্ছে বলেই যুক্তরাষ্ট্র এই ভিসানীতি দিলো।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকতে এ দেশের মানুষের বিরুদ্ধে যেমন অবস্থান নিয়েছে, তেমন আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে তারা একা হয়ে গেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রমাণ হয়েছে, ভবিষ্যতে একতরফা নির্বাচন করতে চায় বলেই নানা ধরনের নিষেধাজ্ঞা জারি হচ্ছে। সূত্র: প্রথম আলো

কর্মসূচি অনুযায়ী, গাজীপুরে সমাবেশ করার পর বিকেল ৪টায় টাঙ্গাইলে সমাবেশ, ৫ জুন বেলা ১১টায় সিরাজগঞ্জে সমাবেশ ও বিকেল ৪টায় বগুড়ার মোকামতলায় সমাবেশ, ৬ জুন বেলা ১১টায় বগুড়ার সাতমাথায় সমাবেশ, বিকেল ৪টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ, ৭ জুন বেলা ১১টায় দিনাজপুরে সমাবেশ ও বিকাল ৪টায় রংপুরে সমাবেশ হবে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া

আরএইচ/এসএইচবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়