জেরিন আহমেদ: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই অ্যাকাউন্ট অনুসরণের জন্য দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়। সূত্র: ফেসবুক
ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একইসঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন। ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক যুক্ত করা হয়েছে। এ ছাড়া কিউআর কোডও দেওয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এক হাজার ৫৬৫ জন অ্যাকাউন্টটিকে ফলো করছেন বলে দেখা গেছে। অ্যাকাউন্টটিতে এখন পর্যন্ত পাঁচটি ভিডিও আপলোড করা হয়েছে।
এদিকে, এক ফেসবুক ব্যবহারকারী ওই পোস্টে শেয়ার করে লিখেছে, পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল পরিশোধ করার জন্য টিকটক খুলে ইনকাম করা লাগবে। সম্পাদনা: তারিক আল বান্না
জেএ/টিএবি/এনএইচ