শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও)

প্রকাশিত : ০১ জুন, ২০২৩, ০৮:৫৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৩, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রস্তাবিত বাজেট বাস্তবায়নের অযোগ্য: ১২ দলীয় জোট

রিয়াদ হাসান: প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বড় আকারের বাজেট বাস্তবায়ন অযোগ্য দাবি করেন ১২ দলীয় জোট। বৃহস্পতিবার জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেতারা বাজেট প্রতিক্রিয়ায় এ কথা বলেন।

জোট নেতারা বলেন, সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়ে দুর্নীতির মহাপরিকল্পনার বাজেট ঘোষিত হয়েছে। সরকারের ঘোষিত ৭ লাখ ৬২ হাজার কোটি টাকার বাজেট বাস্তবায়নের অযোগ্য। সূত্র: ঢাকা মেইল

নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে এক শ্রেণির লোককে ধনী বানানোর জন্য এই বাজেট এটি। অতীতের ন্যায় এবারও এই বাজেটে বিদ্যুৎ খাতে হরিলুটের মাধ্যমে বিদেশের টাকা পাচার করার সুযোগ করে দেওয়া হয়েছে।

তারা বলেন, গত ৭ বছরে দেশের ভেতরে ৫২ শতাংশ ঋণ বেড়েছে। আগামী প্রজন্মকে বহুকালের জন্য ঋণের বোঝা বয়ে বেড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন যেখানে নাভিশ্বাস সেখানে টিআইএন থাকলেই তাকে ন্যূনতম ২০০০ টাকা করের আওতায় আনায় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে।

১২ দলীয় জোট নেতারা বলেন, উচ্চমূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে এবং ব্যাংকিং ব্যবস্থাপনাকে সুশাসনে নিয়ে আসতে হলে প্রয়োজন সুনির্দিষ্ট রূপরেখা। সবচেয়ে বড় প্রয়োজন স্বনির্ভর অর্থনীতির জন্য সুসংগঠিত পদক্ষেপ। জনগণের সম্পদ কীভাবে জনগণের কল্যাণে কাজে লাগানো যায়, তার বাস্তবধর্মী রূপরেখা দেখতে চায় জনগণ। কেননা জনগণের সন্তুষ্টি ও প্রত্যাশা প্রতিফলিত হয় নির্বাচন প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে। এই বাজেটে এর কোনটাই প্রতিফলিত হয়নি বলে মনে করেন  জোটের নেতৃবৃন্দ।

তারা বলেন, জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা বা জবাবদিহিতা নাই তারাই কেবল এই ধরনের বাজেট প্রণয়ন করতে পারেন। বিবৃতিতে স্বাক্ষর দাতারা হলেন মোস্তফা জামাল হায়দার, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম, ক্বারী মোহাম্মদ আবু তাহের, মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, আজারুল ইসলাম, ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মাওলানা আব্দুর রকিব, আবুল কাশেম, ড. সৈয়দ মোহাম্মদ সালেউদ্দিন। সম্পাদনা: তারিক আল বান্না

আরএইচ/টিএবি/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়