শিরোনাম
◈ অনাস্থা ভোটে পদ হারালেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থি  ◈ ফের আইএমএফ দল ঢাকায়, ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় পর্যালোচনা হবে ◈ রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী ◈ টোল আদায়ের সময় হাতাহাতি, দৌড়ে পালাতে গিয়ে গাড়িচাপায় মৃত্যু ◈ দেশবিরোধী অপপ্রচার রোধে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি বন্ধ করুন: ১৯ সাংবাদিক সংগঠন ◈ প্রতিহিংসা পরায়ণ খালেদা জিয়ার প্রতি শেখ হাসিনার মহানুভবতা নজিরবিহীন: তথ্যমন্ত্রী ◈ আর স্যাংশন আসবে না, তলে তলে আপস হয়ে গেছে: ওবায়দুল কাদের ◈ ভিসা ছাড়াই বাংলাদেশিরা ওমরাহ করতে পারবেন: রাষ্ট্রদূত

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৮:১৯ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'পাকিস্তান আমল কোন সূচকে ভালো ছিল, প্রমাণ করুন'

বিএনপি'র প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর চ্যালেঞ্জ

আ ক ম মোজাম্মেল হক

আনিস তপন: বিএনপি'র নেতারা দাবি করেছেন, পাকিস্তান আমল নাকি ভালো ছিল।পাকিস্তান আমল কোন সূচকে বর্তমান বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে  ছিল তথ্য-উপাত্তসহ প্রমাণ করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবে কানাডা প্রবাসী লেখক অ্যালভিন দিলীপ বাগচী রচিত 'বাংলার স্থপতি'  গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এ আহবান জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, পাকিস্তানি  জেনারেলরা পরাজিত হয়ে চলে গেছে। কিন্তু তাদের প্রেতাত্মা স্বাধীনতাবিরোধীরা এদেশে এখনো  রয়ে গেছে। তারা পরাজয়ের গ্লানি এখনো ভুলতে পারে নি। তাই সুযোগ পেলেই পাকিস্তানের প্রশংসা করতে কার্পণ্য করে না। সেজন্য এখনও শোনা যায় এরা নাকি পাকিস্তান আমলে ভালো ছিল।

তিনি বলেন,যারা বলে পাকিস্তান আমল  ভাল ছিল, ব্যালটের মাধ্যমে  তাদের রাজনৈতিক কবর রচনা করতে হবে।

আ ক ম মোজাম্মেল বলেন, বঙ্গবন্ধুর অবদানকে প্রশ্নবিদ্ধ করতে অর্থ খরচ করে বঙ্গবন্ধুর বিরুদ্ধে স্বাধীনতাবিরোধীরা অপপ্রচার চালায়। অনেক লেখককে ভাড়া করে বই লেখানো  হয়েছে, সংবাদপত্রে নিউজ করানো  হয়েছে। যার সবাই মিথ্যা প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করা গেলেও তাঁর আদর্শকে হত্যা করা যায়নি। জীবিত বঙ্গবন্ধুর চেয়েও মৃত  বঙ্গবন্ধু এখন অনেক বেশি শক্তিশালী।

এটি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়