শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৩:২২ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির সদ্যগঠিত কমিটি স্থগিত

বিএনপি

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌর, সদরপুর উপজেলা ও পৌর এবং আলফাডাঙ্গা উপজেলা ও পৌর কমিটি স্থগিত করা হয়েছে। 

রোববার (২৮ জোনুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে নানা অনিয়মের মাধ্যমে এসব কমিটি গঠনের অভিযোগ করা হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রেরিত ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ফরিদপুর জেলাধীন আলফাডাঙ্গা উপজেলা, পৌর ও সদরপুর উপজেলা, পৌর এবং ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এসব কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 

নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অভিযোগের বিষয়ে ৭ দিনের মধ্যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে কেন্দ্রীয় দপ্তরে আপনাদের লিখিত ব্যাখ্যা প্রদান করবেন এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত গঠিত কমিটি সমূহ স্থগিত থাকবে।

জানা গেছে, বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত পৃথক পৃথক বিবৃতিতে এসব কমিটি গঠনের তথ্য জানানো হয়। এর মধ্যে সদরপুর উপজেলার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া অন্যান্য কমিটিগুলোতে শুধুমাত্র আহ্বায়ক, যুগ্ন-আহ্বায়ক ও সদস্য সচিব পদে মনোনীতদের নামোল্লেখ করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, এসব উপজেলা ও পৌরসভায় গত সাত থেকে আট বছর যাবত নতুন কমিটি গঠন করা হয়নি। দলকে গতিশীল করার জন্য নতুন এসব কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, কমিটি গঠনে কোন অনিয়ম হয়নি। সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এসব কমিটি করা হয়েছে। কমিটিতে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের প্রতিফলন ঘটেছে। সম্পাদনা: অনিক কর্মকার


প্রতিনিধি/একে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়