শিরোনাম
◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৩:২২ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ০৩:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বিএনপির সদ্যগঠিত কমিটি স্থগিত

বিএনপি

হারুন-অর-রশীদ, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌর, সদরপুর উপজেলা ও পৌর এবং আলফাডাঙ্গা উপজেলা ও পৌর কমিটি স্থগিত করা হয়েছে। 

রোববার (২৮ জোনুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক চিঠিতে নানা অনিয়মের মাধ্যমে এসব কমিটি গঠনের অভিযোগ করা হয়েছে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর প্রেরিত ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ফরিদপুর জেলাধীন আলফাডাঙ্গা উপজেলা, পৌর ও সদরপুর উপজেলা, পৌর এবং ভাঙ্গা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এসব কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 

নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অভিযোগের বিষয়ে ৭ দিনের মধ্যে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে কেন্দ্রীয় দপ্তরে আপনাদের লিখিত ব্যাখ্যা প্রদান করবেন এবং এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত গঠিত কমিটি সমূহ স্থগিত থাকবে।

জানা গেছে, বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত পৃথক পৃথক বিবৃতিতে এসব কমিটি গঠনের তথ্য জানানো হয়। এর মধ্যে সদরপুর উপজেলার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া অন্যান্য কমিটিগুলোতে শুধুমাত্র আহ্বায়ক, যুগ্ন-আহ্বায়ক ও সদস্য সচিব পদে মনোনীতদের নামোল্লেখ করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এ ব্যাপারে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, এসব উপজেলা ও পৌরসভায় গত সাত থেকে আট বছর যাবত নতুন কমিটি গঠন করা হয়নি। দলকে গতিশীল করার জন্য নতুন এসব কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, কমিটি গঠনে কোন অনিয়ম হয়নি। সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এসব কমিটি করা হয়েছে। কমিটিতে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের প্রতিফলন ঘটেছে। সম্পাদনা: অনিক কর্মকার


প্রতিনিধি/একে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়