শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৮ রাত
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সম্রাট

ইসমাইল চৌধুরী সম্রাট / ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। তবে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জাগো অনলাইন

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে বাসায় ফিরে যান তিনি।

বিএসএমএমইউর সহকারী পরিচালক আহসানুল কবির সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, হৃদরোগের কারণে তিনি হঠাৎ অসুস্থ হতে পারেন।

তিনি বলেন, তার ভাল্ব রিপ্লেসের কারণে বিভিন্ন সমস্যা সব সময়ই হয়ে থাকে। মঙ্গলবার গোসল করার সময় বসে উঠতে গিয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। রিপোর্টে দেখা গেছে টিআইএ অ্যাটাকের কারণে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে মাথা ঘুরে পড়ে গেছেন। এছাড়া প্রেসার একেবারেই লো ছিল।

পড়ে গেলেও হাত পায়ে কোনো ফ্রাকচার হয়নি জানিয়ে তিনি বলেন, তবে এতে তার মুখে ও নাকে রক্তপাত হয়েছে। পড়ে যাওয়ার সময় সম্রাট হাত নিচে দেওয়ায় হাত ফুলে গেছে এবং বাম পায়ের গোড়ালি ফুলে গেছে। সম্রাটের শারীরিক অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ, শরীরে বিভিন্ন সমস্যা নিয়ে আছেন, ভাল্ব পরিবর্তন করা রোগীদের সার্বক্ষণিক বেঁচে থাকার লড়াই করতে হয়।

সহকারী পরিচালক সুমন জানান, শুক্রবার তার আরেকটি পরীক্ষা করানো হবে। সেটির ফল ৭২ ঘণ্টা পরে পাওয়া যাবে।

এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে তিনি নিজ বাসার বাথরুমে পড়ে যান। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন।

ক্যাসিনোকাণ্ডে তিন বছর আগে গ্রেফতার হওয়ার পর চিকিৎসার জন্য বিএসএমএমইউতেই দীর্ঘদিন ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি সম্রাট। গত মে মাসে তিনি জামিনে মুক্তি পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়