শিরোনাম
◈ ছুটির দিনে ভোটের মাঠে উত্তাপ, পাল্টাপাল্টি অভিযোগ আর আশ্বাস ◈ মনোমালিন্যের জেরে চট্টগ্রামে প্রেমিককে কুপিয়ে টুকরো টুকরো করল প্রেমিকা ◈ তারেক রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসিফ মাহমুদের ◈ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠান ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা: নারী-শিশুসহ নিহত ২৭ ◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:০৯ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান আসিফ মাহমুদের

সব দলের ঊর্ধ্বে উঠে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

আসিফ মাহমুদ বলেন, দেশের গণমাধ্যম একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা এর আগেও দেখেছি মিডিয়ার দলীয়করণ হয়েছে। এর ফলাফল কী হয় সেটাও দেখেছি। সরাসরি মিডিয়ার দায়িত্বে থেকেও একটা পার্টির পক্ষে কেউ কেউ প্রচারণা চালাচ্ছেন। আমরা বিশ্বাস করি, যারা মিডিয়াতে কাজ করেন তারা সব দলের ঊর্ধ্বে থেকে কাজ করবেন। তারা যদি তা না করেন তবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি এ সময় বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুযোগ-সুবিধা দিচ্ছে। নির্বাচন কমিশনকে বলবো, নিরপেক্ষ ভূমিকা পালন করতে। সবাইকে সমান সুযোগ দেওয়া হোক।  

তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, একটি দল প্রচারণা শুরুই করেছে আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন। তিনি আচরণবিধি লঙ্ঘন করছেন। যেখানে মাইক ও সাউন্ডবক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেওয়া আছে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। অথচ তারা আচরণবিধি লঙ্ঘন করে রাত আটটার পরও নির্বাচনি প্রচারণ চালাচ্ছেন। অথচ কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। ফলে আমাদের কমিশন সম্পর্কে যে ধারণা— পক্ষপাত্বি করা, সেটাই তারা করে যাচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়