ঢাকা-১৭ আসনে ব্যতিক্রমী প্রচারণা করে চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী তারেক রহমান। রাজধানীর ভাষানটেক এলাকায় খেটে খাওয়া ভোটারদের মঞ্চে ডেকে শুনেছেন তাদের কথা। পরামর্শ চেয়েছেন স্থানীয়দের সমস্যার সমাধানের।
তারেক রহমান জনতার উদ্দেশে বলেন, এই এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি। গত ৫০ বছর ধরে আমি এলাকায় বাস করছি। যদিও মাঝখানে দেশের বাইরে থাকতে হয়েছে। এই আসন থেকে আমি জয়ী হলে এলাকার পুনর্বাসনের সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। এলাকার সন্তান হিসেবে এইটুক ওয়াদা করে গেলাম।
উল্লেখ্য, শুরুতে তারেক রহমান নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের মধ্য থেকে আহ্বান জানান মঞ্চে এসে যেন তাদের চাওয়া পাওয়ার কথা বলে। এসময় বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ কথা বলার আগ্রহ দেখান। তাদের মধ্য থেকে যারা ভাষানটেকে বস্তিতে ও আশপাশে থাকেন তারা সকলেই বস্তিবাসীদের পুনর্বাসনের প্রতি গুরুত্ব দেন।
এছাড়াও, নারীরা তাদের কর্মসংস্থানের ওপর জোর দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যানের কাছে।